০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
আমরা সবাই যে ফাঁদ আসতে দেখেছিলাম, তাতেই পা দিচ্ছেন প্রেসিডেন্ট নারীর স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা: হৃদরোগ থেকে মেনোপজ পর্যন্ত যে সত্যগুলো জানা জরুরি বিচ্ছেদের সবচেয়ে কঠিন সত্য জানালেন জেনিফার গার্নার বাংলাদেশের শেয়ারবাজারে ২০২৬ সালের ইতিবাচক সূচনা ইরানে বিক্ষোভে গুলি, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন আরও তীব্র আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় তীব্র বোমাবর্ষণ, তিন দিনে নিহত অন্তত সতেরো গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমি: আসিফ নজরুল ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হতে আগ্রহ জানাল বাংলাদেশ ‘আওয়ামীপন্থী’ শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

সিন্ধে তিন দিনের কর্মসূচি শুরু, পিপিপির অভ্যর্থনায় কেপি মুখ্যমন্ত্রী আফ্রিদি

করাচিতে পা রেখেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। শনিবার শুরু হওয়া তাঁর তিন দিনের সিন্ধ সফরকে ঘিরে বিরল রাজনৈতিক সৌহার্দ্যের দৃশ্য দেখা যায়, যখন পাকিস্তান পিপলস পার্টির শ্রমমন্ত্রী সাঈদ গনি নিজে বিমানবন্দরে এসে তাঁকে স্বাগত জানান। করাচির অভ্যন্তরীণ বিমানবন্দরে দলীয় কর্মীদের ভিড়ের মধ্যেই দুই নেতাকে পরস্পর আলিঙ্গন করতে দেখা যায়। এ সময় আফ্রিদির মাথায় পরানো হয় সিন্ধি টুপি ও গায়ে জড়ানো হয় আজরাক।

সিন্ধ সরকারের পক্ষ থেকে স্বাগত
স্বাগত জানিয়ে সাঈদ গনি বলেন, সিন্ধ সরকার অতিথি মুখ্যমন্ত্রীকে প্রদেশজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেবে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধ সরকারকে নির্দেশ দিয়েছেন, তেহরিক ই ইনসাফকে প্রদেশে সমাবেশ ও কর্মসূচি পালনের অনুমতি দিতে।

পিটিআইয়ের শক্তি প্রদর্শন
করাচিতে পৌঁছানোর পর আফ্রিদির বহর যখন শহরের প্রধান সড়ক শাহরাহ ফয়সাল অতিক্রম করে দলীয় কার্যালয়ের দিকে যায়, তখন চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক সমর্থক। শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। আফ্রিদি নিজেও সমর্থকদের সঙ্গে ভিডিও বার্তায় কারাবন্দি দলপ্রতিষ্ঠাতা ইমরান খান-এর নাম উচ্চারণ করে আন্দোলনের ডাক দেন। তাঁর কণ্ঠে ছিল সিন্ধের প্রতিটি প্রান্তে ইমরান খানের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয়।

Image

রাজপথের আন্দোলনের ডাক
সফরের আগে দেওয়া ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, সিন্ধের মানুষকে সঙ্গে নিয়েই রাজপথের আন্দোলন জোরদার করা হবে। করাচির ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের ঘোষণাও দেন তিনি। রোববার বিকেলে কায়েদে আজমের মাজারে সমাবেশে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পুলিশি তৎপরতা ও অভিযোগ
এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নার্সারি এলাকার দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনার জন্য স্থাপিত তাঁবু পুলিশ সরিয়ে দিয়েছে। তবে কার্যালয় সিলগালা করা হয়নি বলে স্পষ্ট করেন দলের মুখপাত্র। এর আগে সামাজিক মাধ্যমে কার্যালয় সিলের অভিযোগ উঠলেও পরে তা প্রত্যাহার করা হয়।

তিন দিনের ব্যস্ত সূচি
এই সফরে আফ্রিদি সিন্ধের রাজনৈতিক নেতৃত্ব, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি হায়দরাবাদ যাবেন এবং যাত্রাপথে জামশোরোতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সংবর্ধনা গ্রহণ করবেন। হায়দরাবাদে সংবাদকর্মী, কৃষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পুরো সফরের মূল লক্ষ্য কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির দাবিতে শুরু হওয়া রাজপথের আন্দোলনকে আরও গতিশীল করা।

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই যে ফাঁদ আসতে দেখেছিলাম, তাতেই পা দিচ্ছেন প্রেসিডেন্ট

সিন্ধে তিন দিনের কর্মসূচি শুরু, পিপিপির অভ্যর্থনায় কেপি মুখ্যমন্ত্রী আফ্রিদি

০৬:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

করাচিতে পা রেখেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। শনিবার শুরু হওয়া তাঁর তিন দিনের সিন্ধ সফরকে ঘিরে বিরল রাজনৈতিক সৌহার্দ্যের দৃশ্য দেখা যায়, যখন পাকিস্তান পিপলস পার্টির শ্রমমন্ত্রী সাঈদ গনি নিজে বিমানবন্দরে এসে তাঁকে স্বাগত জানান। করাচির অভ্যন্তরীণ বিমানবন্দরে দলীয় কর্মীদের ভিড়ের মধ্যেই দুই নেতাকে পরস্পর আলিঙ্গন করতে দেখা যায়। এ সময় আফ্রিদির মাথায় পরানো হয় সিন্ধি টুপি ও গায়ে জড়ানো হয় আজরাক।

সিন্ধ সরকারের পক্ষ থেকে স্বাগত
স্বাগত জানিয়ে সাঈদ গনি বলেন, সিন্ধ সরকার অতিথি মুখ্যমন্ত্রীকে প্রদেশজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেবে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধ সরকারকে নির্দেশ দিয়েছেন, তেহরিক ই ইনসাফকে প্রদেশে সমাবেশ ও কর্মসূচি পালনের অনুমতি দিতে।

পিটিআইয়ের শক্তি প্রদর্শন
করাচিতে পৌঁছানোর পর আফ্রিদির বহর যখন শহরের প্রধান সড়ক শাহরাহ ফয়সাল অতিক্রম করে দলীয় কার্যালয়ের দিকে যায়, তখন চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক সমর্থক। শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। আফ্রিদি নিজেও সমর্থকদের সঙ্গে ভিডিও বার্তায় কারাবন্দি দলপ্রতিষ্ঠাতা ইমরান খান-এর নাম উচ্চারণ করে আন্দোলনের ডাক দেন। তাঁর কণ্ঠে ছিল সিন্ধের প্রতিটি প্রান্তে ইমরান খানের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয়।

Image

রাজপথের আন্দোলনের ডাক
সফরের আগে দেওয়া ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, সিন্ধের মানুষকে সঙ্গে নিয়েই রাজপথের আন্দোলন জোরদার করা হবে। করাচির ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের ঘোষণাও দেন তিনি। রোববার বিকেলে কায়েদে আজমের মাজারে সমাবেশে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পুলিশি তৎপরতা ও অভিযোগ
এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নার্সারি এলাকার দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনার জন্য স্থাপিত তাঁবু পুলিশ সরিয়ে দিয়েছে। তবে কার্যালয় সিলগালা করা হয়নি বলে স্পষ্ট করেন দলের মুখপাত্র। এর আগে সামাজিক মাধ্যমে কার্যালয় সিলের অভিযোগ উঠলেও পরে তা প্রত্যাহার করা হয়।

তিন দিনের ব্যস্ত সূচি
এই সফরে আফ্রিদি সিন্ধের রাজনৈতিক নেতৃত্ব, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি হায়দরাবাদ যাবেন এবং যাত্রাপথে জামশোরোতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সংবর্ধনা গ্রহণ করবেন। হায়দরাবাদে সংবাদকর্মী, কৃষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পুরো সফরের মূল লক্ষ্য কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির দাবিতে শুরু হওয়া রাজপথের আন্দোলনকে আরও গতিশীল করা।