কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক তরুণের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল সীমান্তের হাউজেরদ্বীপ এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন স্থানীয় এক যুবক।
আহতের পরিচয়
আহত যুবকের নাম মোহাম্মদ হানিফ। বয়স ২২ বছর। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা এবং মো. ফজলুল হকের ছেলে।
কীভাবে দুর্ঘটনা ঘটে
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, হানিফ সীমান্তবর্তী এলাকায় একটি চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বাঁধের ভেতরে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনে পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও মারাত্মক আঘাত লাগে।
উদ্ধার ও চিকিৎসা
হানিফের বাবা ফজলুল হক জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ওই যুবক আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















