বাংলাদেশজুড়ে কার্যরত মানি চেঞ্জারদের জন্য বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ফি এক লাফে একশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
নতুন নির্দেশনায় কী বলা হয়েছে
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ–২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফেরতযোগ্য নয় এমন ফি পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে। সোমবার জারি করা ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কবে থেকে কার্যকর হবে
নতুন এই ফি কাঠামো আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ ওই তারিখের পর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মানি চেঞ্জারদের দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে।
অন্যান্য শর্ত অপরিবর্তিত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফি বাড়লেও লাইসেন্স নবায়নের অন্যান্য নিয়ম ও প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই বিদ্যমান শর্ত অনুযায়ী নবায়ন কার্যক্রম চলবে।
তাৎক্ষণিক জানাতে নির্দেশ
প্রজ্ঞাপনে অনুমোদিত ডিলার ও লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের নিজ নিজ গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষকে এই পরিবর্তনের বিষয়টি দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















