ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ধর্মণ্ডল ইউনিয়নের ধর্মণ্ডল গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহতের পরিচয়
নিহত ব্যক্তির নাম জিতু মিয়া। বয়স ৪৫ বছর। তিনি ধর্মণ্ডল গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আলাই মিয়ার ছেলে। তিনি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
সংঘর্ষের পটভূমি
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সমর্থকদের সঙ্গে প্রয়াত ইউপি সদস্য মিয়াজ উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার ওই পুরোনো বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

সংঘর্ষ ও হতাহতের ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে ঘটনাস্থলেই জিতু মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হবিগঞ্জ ও মাধবপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের বক্তব্য
ধর্মণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আগের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম।

নিরাপত্তা ব্যবস্থা
পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















