আফ্রিকার অর্থনীতি ও অবকাঠামোতে নতুন করে গতি আনতে একের পর এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ সামনে এসেছে। পরিবেশবান্ধব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক বাজার সংস্কার এবং জ্বালানি রূপান্তরকে ঘিরে এই পদক্ষেপগুলো মহাদেশটির ভবিষ্যৎ উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে।
ফ্রান্সের ঋণে দক্ষিণ আফ্রিকার শূন্য কার্বন যাত্রা
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত বন্দর ও রেল সংস্থা ট্রান্সনেটকে প্রায় তিনশো মিলিয়ন ইউরো ঋণ দিতে যাচ্ছে ফ্রান্সের উন্নয়ন সংস্থা। এই অর্থায়নের মূল লক্ষ্য ট্রান্সনেটকে শূন্য কার্বন নিঃসরণে রূপান্তরের পথে এগিয়ে নেওয়া। নির্ধারিত কৌশলগত লক্ষ্যে অগ্রগতি হলে ধাপে ধাপে অর্থ ছাড় হবে। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার বাড়িয়ে বছরে তিনশো গিগাওয়াট ঘণ্টায় নেওয়া, যা সংস্থাটির মোট বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ। একই সঙ্গে সড়ক থেকে রেলে পণ্য পরিবহন বাড়াতে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার রেলপথ সংস্কার এবং বন্দর অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় আফ্রিকার জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ
আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এক বিলিয়ন ডলারের উদ্যোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ‘উন্নয়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ নামে এই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, সরকারি সেবা উন্নত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আবুধাবি তহবিলের রপ্তানি অর্থায়ন দপ্তর ও পররাষ্ট্র সহায়তা সংস্থার যৌথ তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। বিশ শীর্ষ সম্মেলনে আমিরাতের যুবরাজ এ ঘোষণা দেন।
ইথিওপিয়ায় আর্থিক বাজারে নতুন অধ্যায়
আর্থিক খাত আধুনিকায়নের ধারাবাহিকতায় ইথিওপিয়া চালু করেছে দেশের প্রথম কেন্দ্রীয় সিকিউরিটিজ ডিপোজিটরি ও জাতীয় বিনিয়োগকারী পোর্টাল। জানুয়ারিতে শেয়ারবাজার চালুর পর এই পদক্ষেপকে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সিকিউরিটিজ ডিপোজিটরি লেনদেন শেষে সম্পদের নিরাপদ ও স্বচ্ছ হস্তান্তর নিশ্চিত করবে। পাশাপাশি ‘ৎসেগা’ নামের ডিজিটাল পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি তাদের লেনদেন করা সিকিউরিটিজের তথ্য জানতে পারবেন।
নাইজেরিয়ার জ্বালানি ও শাসন সংস্কারে বড় ঋণ
নাইজেরিয়ার অর্থনৈতিক শাসন ও জ্বালানি রূপান্তর কর্মসূচির দ্বিতীয় ধাপে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আফ্রিকান উন্নয়ন ব্যাংক। এই অর্থে সরকারি আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা, ব্যয়ের স্বচ্ছতা বাড়ানো এবং বিদ্যুৎ খাত সংস্কার ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে শক্তি দক্ষ বৈদ্যুতিক যন্ত্রের মানদণ্ড চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















