ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগেই রাতের আঁধারে ভোট সম্পন্ন করার আশঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তাঁর অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্র বন্ধ করে ব্যালটে সিল মেরে দেওয়ার পরিকল্পনা চলছে, যা ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে

ভোট কারচুপির আশঙ্কা
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেন, সরাইল উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে আগের রাতেই ভোট সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্র বন্ধ করে ব্যালটে সিল মারার ছক কষা হয়েছে।

উঠান বৈঠকে অভিযোগ
বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা সদরের ৭ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব অভিযোগ তোলেন তিনি। সেখানে রুমিন ফারহানা বলেন, এলাকাবাসীই তাঁর আপনজন ও ভাই। তাই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভোটারদেরই নিতে হবে।
উন্নয়নের প্রতিশ্রুতি
বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জ এলাকায় পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্যত্র যেতে দেওয়া হবে না। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বানও জানান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান
স্বতন্ত্র এমপি হলে উন্নয়ন করা যাবে না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, যেকোনো অবস্থাতেই তিনি এলাকার মানুষের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকবেন। দাবি আদায় না হলে ঢাকা–সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত অংশ অবরোধের মতো কঠোর কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

ভোটারদের প্রতি আহ্বান
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অসুস্থ মাকে ঢাকায় রেখে এলাকার মানুষের পাশে দাঁড়াতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। দলের ডাক উপেক্ষা করে রাজধানীর আরাম-আয়েশের জীবন ত্যাগ করেছেন তিনি। ভোটারদের সমর্থন ছাড়া তাঁর আর কোনো আশ্রয় নেই বলেও মন্তব্য করেন। নির্বাচনের দিন পর্যন্ত ভোটের দায়িত্ব ভোটারদের হাতেই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক প্রেক্ষাপট
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩০ ডিসেম্বর তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
সারাক্ষণ রিপোর্ট 



















