মহারাষ্ট্রের পৌর করপোরেশন নির্বাচনের ফল রাজ্যের মানুষের সঙ্গে শাসক জোটের সম্পর্ক আরও গভীর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায় উন্নয়নের গতি বাড়াবে এবং মহারাষ্ট্রের গৌরবময় সংস্কৃতির উদযাপন হিসেবেই বিবেচিত হবে।
প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতার বার্তা
.jpeg)
প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মারাঠি ভাষায় দেওয়া বার্তায় বলেন, মহারাষ্ট্রের উদ্যমী মানুষ জনকল্যাণ ও সুশাসনের কর্মসূচির পক্ষে রায় দিয়েছেন। বিভিন্ন পৌর করপোরেশনের ফলাফল প্রমাণ করে দিয়েছে যে রাজ্যের মানুষের সঙ্গে এনডিএর বন্ধন আরও শক্তিশালী হয়েছে। উন্নয়নের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যের সব মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেন, এই রায় অগ্রগতিকে নতুন গতি দেবে।
কর্মীদের ভূমিকায় প্রশংসা
মোদি আরও বলেন, মহারাষ্ট্র জুড়ে প্রতিটি এনডিএ কর্মী মানুষের পাশে থেকে দিনরাত কাজ করেছেন। জোট সরকারের কাজের তথ্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং বিরোধীদের মিথ্যা অভিযোগের জবাব দিয়েছেন। তাদের প্রতি তিনি শুভকামনাও জানান।

শাহ ও ফড়নবিসের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মহারাষ্ট্রের পৌর নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোটের বিপুল সাফল্য স্পষ্ট করে দিয়েছে যে দেশের প্রতিটি প্রান্তে মানুষের আস্থা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উন্নয়ন নীতির ওপরেই রয়েছে। তিনি একে মহাযুতি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রতি জনগণের অনুমোদন বলে উল্লেখ করেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, ব্রিহানমুম্বাই পৌর করপোরেশনসহ বিভিন্ন নির্বাচনের ফল উন্নয়নের পক্ষে একটি বিশাল রায়।

বিরোধীদের অভিযোগ
এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, কমিশনের ভূমিকা গণতন্ত্রের ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন করছে। ভোট প্রক্রিয়া নিয়ে এই অভিযোগ কংগ্রেস দীর্ঘদিন ধরেই করে আসছে।
সারাক্ষণ রিপোর্ট 



















