রাজধানীর মিরপুর এলাকায় নিজ বাসা থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কলেজছাত্রীর পরিচয়
মরদেহ উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম সানজিদা ইসলাম মিম। তাঁর বয়স ছিল ১৯ বছর। তিনি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাখাওয়াত মৃধার মেয়ে।
ভেতর থেকে বন্ধ ছিল কক্ষের দরজা
পরিবারের সদস্যরা জানান, সকালে মিম নিজের কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে ছিলেন। দীর্ঘ সময় পার হলেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালে নেওয়ার পর মরদেহ ঘোষণা
পরিবারের সদস্যরা দ্রুত সকাল আনুমানিক ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
ভাইয়ের বক্তব্য
নিহত মিমের ভাই সাখাওয়াত হোসেন বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
ময়নাতদন্তে জানা যাবে মৃত্যুর কারণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















