পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র এক মাস বাকি। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনার এই পবিত্র মাস শুরু হতে পারে।
রমজানকে সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
রমজান মাসকে ঘিরে মঙ্গলবার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রোজা পালনের উদ্দেশ্যে মুসলমানরা ভোররাতে যে খাবার গ্রহণ করেন, তা সেহরি হিসেবে পরিচিত। আর সূর্যাস্তের পর রোজা ভাঙার খাবারকে বলা হয় ইফতার।
২০২৬ সালের রমজানের নির্ধারিত সময়
প্রকাশিত সময়সূচিতে ২০২৬ সালের রমজান মাসজুড়ে প্রতিদিনের সেহরি ও ইফতারের নির্ধারিত সময় উল্লেখ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এই সময়সূচি অনুসরণ করেই সারা দেশের রোজাদাররা রোজা পালন করবেন।
রমজান সামনে থাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র এই মাসে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় দিন গুনছেন রোজাদাররা।
সারাক্ষণ রিপোর্ট 



















