ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুনকে মুখ্য চরিত্রে নেওয়া নিয়ে মুক্তির আগেই সামাজিক মাধ্যমে শুরু হয় বিস্তর আলোচনা। মূল বিতর্ক ছিল দুজনের বয়সের বিশ বছরের ব্যবধান ঘিরে। অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সারা অর্জুন। জানালেন, ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে গল্পের প্রেক্ষাপটে এই নির্বাচন যে যথার্থ, তা তিনি শুরু থেকেই জানতেন।
বয়সের ফারাক নিয়ে সারা অর্জুনের বক্তব্য
এক সাক্ষাৎকারে সারা বলেন, ছবির কাজ শুরুর আগেই তিনি জানতেন চরিত্রের প্রয়োজনেই এই বয়সের ব্যবধান রাখা হয়েছে। তাই বিষয়টি নিয়ে তাঁর মনে কখনও দ্বিধা তৈরি হয়নি। তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে এবং সেই মতকে সম্মান করাই সবচেয়ে জরুরি। অন্যের মত তাঁর নিজের ভাবনাকে প্রভাবিত করে না বলেও জানান তিনি।

সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত
ছবির মুক্তির আগে সারা ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন। এর ফলে বয়সের ফারাক নিয়ে চলা অনলাইন বিতর্ক তাঁর কাছে পৌঁছায়নি। সারা জানান, এই দূরত্ব তাঁকে চারপাশের অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আলাদা থাকতে সাহায্য করেছে এবং পুরোপুরি কাজে মন দিতে পেরেছেন।
ধুরন্ধরে চরিত্রের প্রেক্ষাপট
ধুরন্ধর ছবিতে সারার চরিত্রটি কিশোরী বয়সের, আর রণবীরের চরিত্র মধ্য বয়সী এক গুপ্তচর। গল্পের এই বাস্তবতাই বয়সের ব্যবধানকে যৌক্তিক করেছে বলে মনে করেন সারা। তাঁর কথায়, তিনি চিত্রনাট্য জানতেন, চরিত্র বুঝতেন, তাই আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেছেন।

রণবীর সিংকে নিয়ে সারার প্রশংসা
সহঅভিনেতা হিসেবে রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সারা। তাঁর মতে, রণবীর শুধু নিজের অভিনয় নয়, পুরো সেটের দিকেই সমান নজর রাখেন। সহশিল্পী থেকে শুরু করে কারিগরি দলের কাজেও তিনি আগ্রহী থাকেন। দলগত কাজের মানসিকতাই রণবীরকে আলাদা করে তোলে বলে মন্তব্য করেন সারা।
ধুরন্ধরের বক্স অফিস সাফল্য
গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ধুরন্ধর ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এই অ্যাকশন গুপ্তচর ছবি দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে ছবিটির আয় তেরশো কোটি টাকারও বেশি।
ছবির গল্প ও পরবর্তী পর্ব
পাকিস্তানের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি লিয়ারিভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবন। নির্মাতারা জানিয়েছেন, ধুরন্ধরের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে।
সারাক্ষণ রিপোর্ট 



















