ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের পারিবারিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোড়ন তুলেছেন তাঁদের জ্যেষ্ঠ পুত্র ব্রুকলিন বেকহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি অভিযোগ করেছেন, পরিবারে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে জনসম্মুখে ভাবমূর্তি ও ব্র্যান্ড ব্যবস্থাপনাই বেশি গুরুত্ব পায়। তাঁর দাবি, এই প্রবণতাই বাবা-মায়ের সঙ্গে তাঁর দূরত্ব আরও বাড়িয়েছে।
পারিবারিক ভালোবাসা বনাম জনসম্মুখের ছবি
ব্রুকলিনের ভাষায়, তাঁদের পরিবারে ভালোবাসার মানদণ্ড নির্ধারিত হয় কে কতটা প্রকাশ্যে উপস্থিত থাকে বা সামাজিক মাধ্যমে কতটা দৃশ্যমান। তিনি বলেন, পরিবারের ‘নিখুঁত’ ছবি তুলে ধরতে গিয়ে বাস্তব অনুভূতি উপেক্ষিত হয়েছে। তাঁর অভিযোগ, জনসম্মুখে পারিবারিক ছবি বা উপস্থিতির জন্য সবকিছু ত্যাগের প্রত্যাশা করা হয়, এমনকি ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার মূল্যেও।
,type=downsize)
স্ত্রীর প্রতি অসম্মান ও হতাশার অভিযোগ
ব্রুকলিন দাবি করেন, তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ বেকহামকে পরিবার ধারাবাহিকভাবে অসম্মান করেছে। অতীতের সম্পর্ক জড়িত ব্যক্তিদের ইচ্ছাকৃতভাবে তাঁদের জীবনে ফিরিয়ে এনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি লস অ্যাঞ্জেলেসের দাবানলে বাস্তুচ্যুত কুকুরদের সহায়তার অনুরোধ জানালেও নিকোলার পাশে দাঁড়াননি তাঁর মা, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে জানান।
লন্ডনে জন্মদিনের ঘটনায় টানাপোড়েন
ব্রুকলিনের অভিযোগ, বাবার জন্মদিন উপলক্ষে তাঁরা লন্ডনে গেলেও এক সপ্তাহ হোটেলে অপেক্ষা করতে হয়েছে। বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সাক্ষাৎ হয়নি। পরে দেখা করার অনুমতি মিললেও শর্ত ছিল নিকোলা সেখানে থাকতে পারবেন না। এই ঘটনাকে তিনি অপমানজনক বলে উল্লেখ করেন। পরবর্তীতে লস অ্যাঞ্জেলেসে থাকাকালেও তাঁদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানো হয় বলে দাবি করেন তিনি।

বিয়ের আগের রাতের তিক্ত স্মৃতি
সবচেয়ে বড় মোড় আসে বিয়ের আগের রাতে। ব্রুকলিনের ভাষ্য অনুযায়ী, পরিবারের কয়েকজন সদস্য তখন তাঁকে জানান যে নিকোলা পরিবারভুক্ত নন। এই বক্তব্যের পর থেকেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে শুরু করেন এবং তাতেই নাকি শুরু হয় একের পর এক আক্রমণ। তাঁর অভিযোগ, সামাজিক মাধ্যমে ভাইদের মাধ্যমেও তাঁকে আক্রমণ করা হয়েছে এবং পরে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পোশাক বিতর্ক ও নিয়ন্ত্রণের অভিযোগ
বিয়ের পোশাক নিয়েও পুরোনো গুঞ্জনের কথা ফের সামনে আনেন ব্রুকলিন। তাঁর দাবি, শেষ মুহূর্তে তাঁর মা নিকোলার পোশাক তৈরি বাতিল করেন, ফলে নিকোলাকে তড়িঘড়ি নতুন পোশাকের ব্যবস্থা করতে হয়। বিয়ের আগে নিজের নামের অধিকার নিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগও তোলেন তিনি, যা পারিবারিক দ্বন্দ্বকে আরও গভীর করেছে।

নতুন জীবনে স্বস্তির অনুভূতি
ব্রুকলিন জানান, দীর্ঘদিন ধরে তিনি বাবা-মায়ের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন এবং তা তাঁকে তীব্র উদ্বেগে ভুগিয়েছে। পরিবারের কাছ থেকে সরে আসার পর প্রথমবারের মতো সেই উদ্বেগ কমেছে বলে স্বীকার করেন তিনি। তাঁর কথায়, এই দূরত্বই তাঁকে মানসিক স্বস্তি দিয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















