বাংলাদেশে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে আইসিডিডিআরবির সঙ্গে অংশীদার হয়েছে ইস্পাহানি গ্রুপ। করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগের মাধ্যমে আইসিডিডিআরবি ঢাকার মহাখালী হাসপাতালে অবস্থিত নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিটে প্রায় তিন শতাধিক মারাত্মক অপুষ্ট শিশুর চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
সহযোগিতা হস্তান্তর ও উপস্থিত অতিথিরা
মঙ্গলবার মহাখালীতে আইসিডিডিআরবি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক জাহিদা ইস্পাহানি আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. সারা মারিয়া সালওয়ের কাছে। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান, ব্র্যান্ড মার্কেটিংয়ের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি এবং ব্র্যান্ড মার্কেটিং ব্যবস্থাপক সুব্রত দেব। আইসিডিডিআরবির পক্ষে তহবিল উন্নয়ন বিভাগের প্রধান আরমানা আহমেদসহ জ্যেষ্ঠ নেতৃত্ব দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাহিদা ইস্পাহানি বলেন, আইসিডিডিআরবি তার নামের পরিধির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। তারা যে মানবিক উদ্যোগগুলো নিচ্ছে, সেগুলোর জন্য তিনি শুভকামনা জানান।
ছয় মাসব্যাপী চিকিৎসা সহায়তা
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের এই সহায়তার মাধ্যমে আইসিডিডিআরবি মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য সমন্বিত চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসন সেবা দিতে পারবে। বাংলাদেশে শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে অপুষ্টি একটি বড় জনস্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ হিসেবে রয়ে গেছে।

গবেষণায় উঠে আসা ঝুঁকির চিত্র
আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুরা ডায়রিয়া বা নিউমোনিয়ার মতো তীব্র রোগের সফল চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকে। এই ঝুঁকি কমাতে আইসিডিডিআরবি ঢাকার হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিটে প্রমাণভিত্তিক ও টেকসই পুষ্টি পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করা হয়।
পুষ্টি পুনর্বাসন কর্মসূচির বৈশিষ্ট্য
এই ইউনিটে মানসম্মত খাদ্য প্রোটোকল অনুসরণ করা হয়, যার লক্ষ্য দ্রুত ও নিরাপদভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা। কম খরচে, স্থানীয়ভাবে সহজলভ্য ও সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য উপাদান দিয়ে পুষ্টিকর খাবার প্রস্তুত করা হয়। পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় ক্ষুদ্র পুষ্টি উপাদান সরবরাহ করা হয় এবং মায়েদের ও পরিচর্যাকারীদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে বাড়িতে ফেরার পরও সুস্থতা বজায় থাকে।
বেসরকারি খাতের ভূমিকা
এই কর্মসূচিতে সহায়তা দিয়ে ইস্পাহানি গ্রুপ এমন একটি কার্যকর উদ্যোগে অবদান রাখছে, যা স্বল্পমেয়াদে জীবন রক্ষা করার পাশাপাশি দীর্ঘমেয়াদে শিশু ও তাদের পরিবারের জন্য সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক। এই অংশীদারত্ব শিশু অপুষ্টি মোকাবিলায় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব এবং বাংলাদেশের টেকসই স্বাস্থ্য উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেছে।
আইসিডিডিআরবি সম্পর্কে
আইসিডিডিআরবি একটি বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, যা উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করে। নীতিনির্ধারক ও বাস্তবায়নকারীরা বিশ্বজুড়ে স্বাস্থ্যোন্নয়ন ও অকাল মৃত্যু ও অক্ষমতা প্রতিরোধে প্রতিষ্ঠানটির গবেষণা ও দক্ষতা ব্যবহার করে থাকেন। ষাট বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই সংস্থা বাংলাদেশের মানুষের জন্য জীবনরক্ষাকারী সেবা প্রদান এবং ভবিষ্যৎ বৈশ্বিক স্বাস্থ্য নেতৃত্ব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















