নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানির সংকট ও ভোটাধিকারকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে চালু থাকা খাল খনন কর্মসূচি নতুন করে শুরু করার ঘোষণা দেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিলেটে বক্তব্য ও কর্মসূচির সূচনা
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, দেশের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা ও পানির সংকট সমাধানে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালু করা জরুরি।

শহীদ জিয়ার আমলের কর্মসূচির স্মৃতিচারণ
বক্তব্যে তিনি শহীদ জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচির কথা তুলে ধরে উপস্থিতদের কাছে জানতে চান, কেউ সেই উদ্যোগ দেখেছেন বা জানেন কি না। এ সময় কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, তারা নিজের চোখে সে সময় খাল খননের কাজ দেখেছেন এবং এর সুফল পেয়েছেন।
কৃষক ও নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনা
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা-বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা
হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান জানান, দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে এখান থেকেই দলের প্রচারণা আরও জোরদার হবে।
তরুণদের ভূমিকা ও প্রশিক্ষণের উদ্যোগ
আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, সিলেট অঞ্চলের অনেক মানুষ বিদেশে, বিশেষ করে লন্ডনে যান। এই বাস্তবতায় তরুণদের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা নিতে চায় বিএনপি। প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ভোটের আহ্বান ও ব্যক্তিগত বক্তব্য
তারেক রহমান বলেন, ডা. জুবাইদা যেমন এই এলাকার সন্তান, তিনিও তেমনি আপনাদের পরিবারের একজন সদস্য। সেই পরিচয় থেকেই তিনি আবারও অনুরোধ জানান, ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সমর্থন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত ও দোয়া মাহফিল
বুধবার রাতে সিলেটে পৌঁছানোর পর তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষ ‘দুলাভাই দুলাভাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তিনি হাত নেড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করেন। পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আগামী কর্মসূচি
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
সারাক্ষণ রিপোর্ট 



















