০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসময় নিষিদ্ধ ইসলামপন্থী দলের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র চিত্র; ডিএসইতে পতন, সিএসইতে উত্থান ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াতের আমির সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯ ব্যাংকিং খাত সংস্কার রাতারাতি সম্ভব নয়: সালেহউদ্দিন বিএনপির মিডিয়া সেলের চেয়ে জামায়াতের বট আইডি কি বেশি সক্রিয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক জামায়াত আমির: নাহিদ ইসলাম ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না- পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে কার্যকর পদক্ষেপে মনোযোগ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান বেইজিংয়ের ইপিএসএমপি ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ

জিয়ার খাল খনন কর্মসূচি ফেরানোর অঙ্গীকার, সিলেট থেকেই নির্বাচনী মাঠে তারেক রহমান

নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানিসংকট ও ভোটাধিকারের প্রশ্নকে সামনে এনে রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেটের মাটি থেকেই প্রচারণার সূচনা

বুধবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি জানান, হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিমার মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটের মাটি থেকেই বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে। তাঁর ভাষায়, আল্লাহর রহমতে এখান থেকেই দলের প্রচারণা সারা দেশে ছড়িয়ে পড়বে।

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ফেরানোর পরিকল্পনা তারেক রহমানের

কৃষক ও পানিসংকটের সমাধানে খাল খনন

তারেক রহমান বলেন, দেশের কৃষকদের দুর্ভোগ ও পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালু করা জরুরি। তিনি উপস্থিতদের স্মৃতিচারণ করতে আহ্বান জানিয়ে জানতে চান, কেউ কি সেই সময়কার খাল খননের কাজ দেখেছেন। জবাবে বয়োজ্যেষ্ঠ কয়েকজন জানান, তারা নিজের চোখে সেই কর্মসূচি বাস্তবায়ন হতে দেখেছেন।

স্বাবলম্বিতার পরিকল্পনা ও ভোটের আহ্বান

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা-বোন ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, ভোটাধিকার নিশ্চিত হলেই জনগণের ভাগ্য পরিবর্তনের পথ খুলবে।

তরুণদের দায়িত্ব ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি

আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের বহু মানুষ বিদেশে যান। সেই বাস্তবতায় তরুণদের জন্য প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে, যাতে যুবসমাজ নিজের দেশে ও দেশের বাইরে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরা

তারেক রহমান বলেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, তেমনি তিনিও এই এলাকার সন্তান। পরিবারের একজন সদস্য হিসেবেই তিনি আবারও মানুষের কাছে দাবি রাখছেন, আসন্ন নির্বাচনে এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতের মতো ভবিষ্যতেও এই এলাকার মানুষ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটে উষ্ণ সংবর্ধনা

বুধবার রাতে সিলেটে পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উচ্ছ্বাস দেখা যায়। দুলাভাই দুলাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। তারেক রহমান হাত নেড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করেন। পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচারণা: তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা

নির্বাচনী সভার অপেক্ষা

বৃহস্পতিবার বেলা এগারোটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এই সভাকে ঘিরে সিলেটে রাজনৈতিক আগ্রহ ও উত্তাপ বাড়ছে।

 

জনপ্রিয় সংবাদ

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসময় নিষিদ্ধ ইসলামপন্থী দলের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায়

জিয়ার খাল খনন কর্মসূচি ফেরানোর অঙ্গীকার, সিলেট থেকেই নির্বাচনী মাঠে তারেক রহমান

০৮:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানিসংকট ও ভোটাধিকারের প্রশ্নকে সামনে এনে রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেটের মাটি থেকেই প্রচারণার সূচনা

বুধবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি জানান, হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিমার মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটের মাটি থেকেই বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে। তাঁর ভাষায়, আল্লাহর রহমতে এখান থেকেই দলের প্রচারণা সারা দেশে ছড়িয়ে পড়বে।

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ফেরানোর পরিকল্পনা তারেক রহমানের

কৃষক ও পানিসংকটের সমাধানে খাল খনন

তারেক রহমান বলেন, দেশের কৃষকদের দুর্ভোগ ও পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালু করা জরুরি। তিনি উপস্থিতদের স্মৃতিচারণ করতে আহ্বান জানিয়ে জানতে চান, কেউ কি সেই সময়কার খাল খননের কাজ দেখেছেন। জবাবে বয়োজ্যেষ্ঠ কয়েকজন জানান, তারা নিজের চোখে সেই কর্মসূচি বাস্তবায়ন হতে দেখেছেন।

স্বাবলম্বিতার পরিকল্পনা ও ভোটের আহ্বান

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা-বোন ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, ভোটাধিকার নিশ্চিত হলেই জনগণের ভাগ্য পরিবর্তনের পথ খুলবে।

তরুণদের দায়িত্ব ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি

আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের বহু মানুষ বিদেশে যান। সেই বাস্তবতায় তরুণদের জন্য প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে, যাতে যুবসমাজ নিজের দেশে ও দেশের বাইরে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরা

তারেক রহমান বলেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, তেমনি তিনিও এই এলাকার সন্তান। পরিবারের একজন সদস্য হিসেবেই তিনি আবারও মানুষের কাছে দাবি রাখছেন, আসন্ন নির্বাচনে এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতের মতো ভবিষ্যতেও এই এলাকার মানুষ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটে উষ্ণ সংবর্ধনা

বুধবার রাতে সিলেটে পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উচ্ছ্বাস দেখা যায়। দুলাভাই দুলাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। তারেক রহমান হাত নেড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করেন। পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচারণা: তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা

নির্বাচনী সভার অপেক্ষা

বৃহস্পতিবার বেলা এগারোটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এই সভাকে ঘিরে সিলেটে রাজনৈতিক আগ্রহ ও উত্তাপ বাড়ছে।