হলিউডের মর্যাদাপূর্ণ অস্কার মঞ্চে নতুন ইতিহাস তৈরি করল ভ্যাম্পায়ার থ্রিলার ছবি ‘সিনার্স’। একসঙ্গে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ছবিটি। বৃহস্পতিবার ঘোষিত এবারের মনোনয়ন তালিকায় এই সাফল্যের মাধ্যমে সেরা চলচ্চিত্রের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে গেল ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই ছবি।
অস্কারে নজিরবিহীন সাফল্য
এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর দখলে। সেই সীমা ভেঙে ‘সিনার্স’ নতুন মাইলফলক স্থাপন করল। সিগ্রেগেশন যুগের আমেরিকার দক্ষিণাঞ্চলে কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীত কে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ভৌতিক রোমাঞ্চের সঙ্গে সামাজিক বাস্তবতার প্রতীকী ভাষা তুলে ধরেছে।
সেরা চলচ্চিত্রের লড়াই
সেরা চলচ্চিত্র বিভাগে ‘সিনার্স’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আরও কয়েকটি আলোচিত ছবি। এর মধ্যে আছে যুদ্ধ ও অ্যাকশনধর্মী কাহিনী ভিত্তিক ছবি, ঐতিহাসিক নাটক এবং পারিবারিক আবেগের গল্প। ভিন্ন ঘরানার এসব ছবি এবারের অস্কারে বৈচিত্র্য ও নতুন ধারার গল্প বলার প্রবণতা কে সামনে এনেছে।

মাইকেল বি জর্ডানের দ্বৈত চ্যালেঞ্জ
‘সিনার্স’-এ যমজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি জর্ডান। উনিশশো ত্রিশের দশকের মিসিসিপিতে একটি জুক জয়েন্ট গড়ে তোলাকে কেন্দ্র করে তার চরিত্রে গ্যাংস্টার ও ভ্যাম্পায়ারদের রক্তক্ষয়ী সংঘর্ষ উঠে এসেছে, যা বর্ণবাদ ও বৈষম্যের রূপক হিসেবেও ধরা হয়েছে। এই বিভাগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডিক্যাপ্রিও ও টিমোথি শালামে।
অভিনয় ও নির্মাণে শক্ত অবস্থান
এই ছবির জন্য পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন রায়ান কুগলার। পাশাপাশি সহ অভিনেতা ও সহ অভিনেত্রী বিভাগে, চিত্রগ্রহণ, পোশাক পরিকল্পনা, মৌলিক চিত্রনাট্য এবং ভিজ্যুয়াল ইফেক্টসেও মনোনয়ন এসেছে। ফলে প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগেই ‘সিনার্স’-এর উপস্থিতি চোখে পড়ার মতো।
স্টুডিওগুলোর দাপট
এবারের মনোনয়নে ওয়ার্নার ব্রাদার্স সব স্টুডিওকে ছাপিয়ে মোট ত্রিশটি মনোনয়ন পেয়েছে। একই সঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহ ভিত্তিক ছবির প্রতিযোগিতাও আরও স্পষ্ট হয়েছে। অস্কারের আসর ঘিরে দর্শক আগ্রহ বাড়াতে এই বৈচিত্র্য বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অস্কারের অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা
আগামী পনেরো মার্চ অনুষ্ঠিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান। প্রায় দশ হাজার সদস্যের ভোটে নির্ধারিত হবে বিজয়ীরা। রেকর্ডসংখ্যক মনোনয়নের সুবাদে ‘সিনার্স’ যে এবারের অস্কারের সবচেয়ে আলোচিত নাম, তা নিয়ে সংশয় নেই।
সারাক্ষণ রিপোর্ট 


















