দিল্লি থেকে পুনে গামী ইন্ডিগো সংস্থার একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার হুমকি কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে পুনে বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত দীর্ঘ তল্লাশির পর হুমকিটি ভুয়া বলে প্রমাণিত হলেও প্রজাতন্ত্র দিবসের আগে এমন ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা আরও জোরদার হয়েছে।
কীভাবে তৈরি হয় বোমা আতঙ্ক
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পুনে পৌঁছায়। অবতরণের পর উড়োজাহাজের একটি শৌচাগারে পাওয়া একটি চিঠিতে বোমা থাকার কথা লেখা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটি আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয় এবং জরুরি নিরাপত্তা প্রক্রিয়া শুরু হয়।
বিমানবন্দরে জরুরি নিরাপত্তা ব্যবস্থা
প্রজাতন্ত্র দিবস সামনে থাকায় পুনে বিমানবন্দরে আগে থেকেই সর্বোচ্চ নিরাপত্তা জারি ছিল। বোমা হুমকির খবর পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। বোমা হুমকি মূল্যায়ন কমিটির বৈঠকের পর পুরো উড়োজাহাজটি খুঁটিয়ে পরীক্ষা করা হয়।
তল্লাশির পর স্বস্তির খবর
দীর্ঘ সময় ধরে চলা নিরাপত্তা পরীক্ষায় কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। সব প্রক্রিয়া শেষ হলে উড়োজাহাজটিকে স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইন্ডিগো ও কর্তৃপক্ষের বক্তব্য
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের পর নিরাপত্তা হুমকির বিষয়টি নজরে আসলে তারা সংশ্লিষ্ট সব সংস্থাকে অভিহিত করে এবং নির্ধারিত নিয়ম মেনে পূর্ণ সহযোগিতা করেছে। পুনে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।
সারাক্ষণ রিপোর্ট 



















