০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ‘পথ’ দেখছে যুক্তরাষ্ট্র আইসিসির সিদ্ধান্তে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের প্রবেশ নিষেধ ইউজিসি সিন্ডিকেটের দখলে, বঞ্চিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঠের উপগ্রহে নতুন যুগ, মহাকাশে ধাতুর বিকল্পের খোঁজ বাংলাদেশে এক রাতেই ভরিতে রেকর্ড দামে পৌঁছাল সোনা পুরোনো মানসিকতার ফাঁদে স্টারমারের সরকার মাংসাশীর পেটে ভর করে ছত্রাকের বিস্তার, ট্রাফলের বিস্ময়কর প্রাকৃতিক কৌশল অতি বিরল রোগে নতুন আশার দিগন্ত: এক রোগীর জন্য তৈরি ওষুধ বদলে দিচ্ছে চিকিৎসাবিজ্ঞান চাঁদাবাজীর কবলে ফ্যামিলি ডে তে সাংবাদিকরা, হামলায় আহত ১০ টোরিদের ঘুরে দাঁড়ানোর লড়াই, ফারাজের চাপ আর অর্থনীতির নতুন হিসাব

শাজিদ হত্যার ছয় মাস পরও বিচার না হওয়ায় প্রোক্টরের পদত্যাগ দাবি আইইউ ছাত্রদলের

ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজিদ আবদুল্লাহ হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও বিচার ও ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে ছাত্রদলের সমন্বয়ক সাহেদ আহমেদ বলেন, মঙ্গলবার বিকেল চারটার মধ্যে প্রোক্টর পদত্যাগ না করলে বুধবার সকাল এগারোটায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে শাজিদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে এবং তাদের বিষয়েও তদন্ত হওয়া উচিত।

সাজিদ হত্যার ৬ মাস ৯ দিন, বিচার চায় সহপাঠীরা

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাহেদ আহমেদ অভিযোগ করেন, প্রশাসন গত ছয় মাস ধরে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর নানা আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি নেই, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে।

উপাচার্যের অনুপস্থিতিতে কর্মসূচিতে উপস্থিত উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রোক্টর ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য দায়ী নন, কারণ তিনি প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত। তিনি আরও বলেন, শাজিদ হত্যাকাণ্ডের মামলা বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীরা যদি কোনো কর্মসূচি নেয়, সে ক্ষেত্রে শুধু প্রোক্টর নন, প্রশাসনের সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিঠুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ‘পথ’ দেখছে যুক্তরাষ্ট্র

শাজিদ হত্যার ছয় মাস পরও বিচার না হওয়ায় প্রোক্টরের পদত্যাগ দাবি আইইউ ছাত্রদলের

১২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজিদ আবদুল্লাহ হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও বিচার ও ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে ছাত্রদলের সমন্বয়ক সাহেদ আহমেদ বলেন, মঙ্গলবার বিকেল চারটার মধ্যে প্রোক্টর পদত্যাগ না করলে বুধবার সকাল এগারোটায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে শাজিদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে এবং তাদের বিষয়েও তদন্ত হওয়া উচিত।

সাজিদ হত্যার ৬ মাস ৯ দিন, বিচার চায় সহপাঠীরা

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাহেদ আহমেদ অভিযোগ করেন, প্রশাসন গত ছয় মাস ধরে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর নানা আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি নেই, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে।

উপাচার্যের অনুপস্থিতিতে কর্মসূচিতে উপস্থিত উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রোক্টর ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য দায়ী নন, কারণ তিনি প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত। তিনি আরও বলেন, শাজিদ হত্যাকাণ্ডের মামলা বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীরা যদি কোনো কর্মসূচি নেয়, সে ক্ষেত্রে শুধু প্রোক্টর নন, প্রশাসনের সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিঠুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।