০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
শ্রীমঙ্গলে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীত কম টের পাচ্ছেন মানুষ মামলা বাণিজ্যের ছায়ায় দেশের ব্যবসা রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ‘পথ’ দেখছে যুক্তরাষ্ট্র আইসিসির সিদ্ধান্তে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের প্রবেশ নিষেধ ইউজিসি সিন্ডিকেটের দখলে, বঞ্চিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঠের উপগ্রহে নতুন যুগ, মহাকাশে ধাতুর বিকল্পের খোঁজ বাংলাদেশে এক রাতেই ভরিতে রেকর্ড দামে পৌঁছাল সোনা পুরোনো মানসিকতার ফাঁদে স্টারমারের সরকার মাংসাশীর পেটে ভর করে ছত্রাকের বিস্তার, ট্রাফলের বিস্ময়কর প্রাকৃতিক কৌশল অতি বিরল রোগে নতুন আশার দিগন্ত: এক রোগীর জন্য তৈরি ওষুধ বদলে দিচ্ছে চিকিৎসাবিজ্ঞান

পূর্ব কঙ্গোতে আইএস–ঘনিষ্ঠ জঙ্গিদের রক্তক্ষয়, গ্রামে হামলায় অন্তত বাইশ বেসামরিক নিহত

পূর্ব আফ্রিকার কঙ্গোতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলের ইটুরি প্রদেশে এক গ্রামে ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত বাইশজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হামলা চলমান নিরাপত্তা অভিযানের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

ভোর রাতে গ্রামে ঢুকে হত্যাযজ্ঞ

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে ইটুরি প্রদেশের ইরুমু এলাকায় আপাকোলু গ্রামে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ভোররাতের এই অভিযানে ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে হত্যা চালানো হয়। হামলার সময় অজ্ঞাতসংখ্যক মানুষকে ধরে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

স্থানীয় মানবাধিকার সংগঠনের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সংগঠনের প্রধান ক্রিস্তোফ মুনিয়ানদেরু জানান, অন্তত পঁচিশজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একটি বাড়ির ভেতর থেকে পনেরোজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়, আর সড়কের পাশে পাওয়া যায় আরও কয়েকজনের দেহ।

Islamic State‑linked militants kill 22 in eastern Congo - UN report

 

আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের তাণ্ডব

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করে বলা হয়েছে, তারা উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের সদস্য। এই গোষ্ঠী পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং ইসলামিক স্টেট তাদের সহযোগী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আপাকোলু গ্রামে হামলার মাত্র দুই দিন আগে কাছের কাজারাহো গ্রামে একই গোষ্ঠীর যোদ্ধারা হামলা চালায়। সেখানে কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানায়, তারা কয়েকজন খ্রিষ্টান নাগরিককে অপহরণ ও হত্যা করেছে।

IS-Affiliated Militants Kill at Least 20 in Eastern Congo

আলাদা হামলায় সেনা নিহত

এর মধ্যেই আরেকটি পৃথক ঘটনায় উত্তর কিভু প্রদেশের লুবেরো এলাকায় মুসেঙ্গো গ্রামে হামলা চালায় আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের যোদ্ধারা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার রাতের এই হামলায় ঘরবাড়ি, দোকান ও একটি ক্যাথলিক গির্জায় আগুন দেওয়া হয়।

লুবেরো এলাকার প্রশাসক কর্নেল আলাঁ কিওয়েওয়া জানান, সেনাবাহিনীর পাল্টা অভিযানের সময় দুইজন কঙ্গোলিজ সেনা নিহত হন। এই হামলায় অন্তত চৌদ্দটি বাড়ি, একটি স্বাস্থ্যকেন্দ্র এবং গির্জার একটি অংশ ধ্বংস হয়ে যায়।

Islamic State massacres in eastern DRC: who are the insurgents and why are  they killing civilians? - DefenceWeb

সহিংসতা থামছে না

গত কয়েক দিনে ইটুরি ও লুবেরো এলাকায় একাধিক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তাদের দাবি অনুযায়ী, এসব অভিযানে মোট পঁয়ত্রিশজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন সেনাও রয়েছেন। একই সঙ্গে অন্তত কুড়িটি বাড়ি ও দুটি সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথাও জানানো হয়েছে।

কঙ্গোর সেনাবাহিনী ও উগান্ডার যৌথ বাহিনী দীর্ঘদিন ধরে আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে অভিযান চালালেও সহিংসতা থামছে না। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব অনুযায়ী, শুধু গত নভেম্বর মাসেই এই গোষ্ঠীর হামলায় পূর্ব কঙ্গোতে একশ আটত্রিশজন মানুষ নিহত হন, যা তাদের অঞ্চলটির সবচেয়ে ভয়ংকর সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি করে তুলেছে।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীত কম টের পাচ্ছেন মানুষ

পূর্ব কঙ্গোতে আইএস–ঘনিষ্ঠ জঙ্গিদের রক্তক্ষয়, গ্রামে হামলায় অন্তত বাইশ বেসামরিক নিহত

১২:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পূর্ব আফ্রিকার কঙ্গোতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলের ইটুরি প্রদেশে এক গ্রামে ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত বাইশজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হামলা চলমান নিরাপত্তা অভিযানের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

ভোর রাতে গ্রামে ঢুকে হত্যাযজ্ঞ

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে ইটুরি প্রদেশের ইরুমু এলাকায় আপাকোলু গ্রামে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ভোররাতের এই অভিযানে ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে হত্যা চালানো হয়। হামলার সময় অজ্ঞাতসংখ্যক মানুষকে ধরে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

স্থানীয় মানবাধিকার সংগঠনের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সংগঠনের প্রধান ক্রিস্তোফ মুনিয়ানদেরু জানান, অন্তত পঁচিশজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একটি বাড়ির ভেতর থেকে পনেরোজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়, আর সড়কের পাশে পাওয়া যায় আরও কয়েকজনের দেহ।

Islamic State‑linked militants kill 22 in eastern Congo - UN report

 

আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের তাণ্ডব

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করে বলা হয়েছে, তারা উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের সদস্য। এই গোষ্ঠী পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং ইসলামিক স্টেট তাদের সহযোগী হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আপাকোলু গ্রামে হামলার মাত্র দুই দিন আগে কাছের কাজারাহো গ্রামে একই গোষ্ঠীর যোদ্ধারা হামলা চালায়। সেখানে কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানায়, তারা কয়েকজন খ্রিষ্টান নাগরিককে অপহরণ ও হত্যা করেছে।

IS-Affiliated Militants Kill at Least 20 in Eastern Congo

আলাদা হামলায় সেনা নিহত

এর মধ্যেই আরেকটি পৃথক ঘটনায় উত্তর কিভু প্রদেশের লুবেরো এলাকায় মুসেঙ্গো গ্রামে হামলা চালায় আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের যোদ্ধারা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার রাতের এই হামলায় ঘরবাড়ি, দোকান ও একটি ক্যাথলিক গির্জায় আগুন দেওয়া হয়।

লুবেরো এলাকার প্রশাসক কর্নেল আলাঁ কিওয়েওয়া জানান, সেনাবাহিনীর পাল্টা অভিযানের সময় দুইজন কঙ্গোলিজ সেনা নিহত হন। এই হামলায় অন্তত চৌদ্দটি বাড়ি, একটি স্বাস্থ্যকেন্দ্র এবং গির্জার একটি অংশ ধ্বংস হয়ে যায়।

Islamic State massacres in eastern DRC: who are the insurgents and why are  they killing civilians? - DefenceWeb

সহিংসতা থামছে না

গত কয়েক দিনে ইটুরি ও লুবেরো এলাকায় একাধিক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তাদের দাবি অনুযায়ী, এসব অভিযানে মোট পঁয়ত্রিশজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন সেনাও রয়েছেন। একই সঙ্গে অন্তত কুড়িটি বাড়ি ও দুটি সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথাও জানানো হয়েছে।

কঙ্গোর সেনাবাহিনী ও উগান্ডার যৌথ বাহিনী দীর্ঘদিন ধরে আল্লায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে অভিযান চালালেও সহিংসতা থামছে না। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব অনুযায়ী, শুধু গত নভেম্বর মাসেই এই গোষ্ঠীর হামলায় পূর্ব কঙ্গোতে একশ আটত্রিশজন মানুষ নিহত হন, যা তাদের অঞ্চলটির সবচেয়ে ভয়ংকর সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি করে তুলেছে।