হাওর, পাহাড়ঘেরা ও চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তবে দিনের বেলা রোদের তীব্রতার কারণে শীতের অনুভূতি তুলনামূলকভাবে কম থাকছে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে শ্রীমঙ্গলে শীতের দাপট আবারও স্পষ্ট হয়। সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল নয়টায় তা আরও নেমে দেশের সর্বনিম্ন হিসেবে রেকর্ড হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন সোমবারও একই প্রবণতা দেখা যায়। সেদিন সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

চার দিনের ধারাবাহিক সর্বনিম্ন তাপমাত্রা
শুধু মঙ্গলবার বা সোমবার নয়, গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। রবিবার সকাল ছয়টা ও নয়টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, মঙ্গলবার সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল নয়টায় দেশের সর্বনিম্ন হিসেবে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাঁর মতে, আরও কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
তিনি আরও জানান, সন্ধ্যা ও রাতে ঠাণ্ডা বেশি অনুভূত হবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















