০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
ফারাহ খানের চোখে দীপিকার ভেতরে পুরোনো বলিউডের নায়িকা ভোরে শিলাবৃষ্টি আর বৃষ্টিতে কাঁপল আমিরাত, তাপমাত্রা নেমে পাহাড়ে শীতের রেকর্ড দুর্নীতিবিরোধী অবস্থান আরও শক্ত করল সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া শারজাহতে প্রযুক্তি অবকাঠামো জোরদারে ত্রিপক্ষীয় সমঝোতা খাদ্য খাতের ভবিষ্যৎ নির্ভর করছে উদ্ভাবনের সক্ষমতার ওপর: দুবাইয়ে গালফুডে শেখ মোহাম্মদ ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তিতে গাড়ির শুল্কে বড় ছাড় দিচ্ছে ভারত, খুলছে অটো বাজারের দরজা হৃদস্পন্দনের ছন্দে লুকোনো শরীরের বার্তা আমেরিকার সনায় ইউরোপীয় বিস্ময়: ঘামঘর নাকি ফিটনেস শো মিনেসোটায় হত্যাকাণ্ডের জেরে চাপ, অভিবাসন অভিযানে হোয়াইট হাউসের পিছু হটার ইঙ্গিত ক্ষমতার লাগাম টানছে বাস্তবতা ও জনরোষ, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কঠোর দখলদারি কৌশলে ধাক্কা

দুর্নীতিবিরোধী অবস্থান আরও শক্ত করল সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া

সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মধ্যে দুর্নীতিবিরোধী সহযোগিতা নতুন মাত্রা পেল। দুই দেশের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আবুধাবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই অগ্রগতি আনুষ্ঠানিক রূপ পেল।
সারাক্ষণ রিপোর্ট

দুই দেশের সমঝোতা স্মারক স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষ ও মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে যৌথ উদ্যোগ জোরদার করা। এর মাধ্যমে স্বচ্ছতা ও সততা বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুশাসন কাঠামো শক্তিশালী করার পথ খুলে গেল।

Sheikh Mohammed celebrates accession day by honouring wife, Sheikha Hind  bint Maktoum

আবুধাবিতে আনুষ্ঠানিক অনুষ্ঠান

আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষের সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী দাতো শ্রী হাজি আজম বিন বাকি সরকারি সফরে এসে চুক্তিতে অংশ নেন। তাঁকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষের চেয়ারম্যান হুমাইদ ওবায়েদ আবু শিবস।

আন্তর্জাতিক মানে সুশাসনের অঙ্গীকার

চুক্তির মাধ্যমে দুই দেশ দুর্নীতি বিরোধী কার্যক্রমে পারস্পরিক সহায়তা, দক্ষতা বিনিময় এবং জবাবদিহি জোরদারের বিষয়ে একমত হয়েছে। এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে দুই দেশের দৃঢ় অবস্থানের প্রতিফলন।

আগের সহযোগিতার ধারাবাহিকতা

UAE signs 2 MoUs with Greece to strengthen cooperation

এর আগেও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশের সঙ্গে একই ধরনের উদ্যোগ নিয়েছে। গত বছরের নভেম্বর মাসে মরক্কোর সততা, প্রতিরোধ ও ঘুষ দমন বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেই চুক্তির লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে অভিজ্ঞতা বিনিময়।

ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে চুক্তি

এছাড়া গত সেপ্টেম্বর মাসে গ্রিসের নিরীক্ষা আদালত ও জাতীয় স্বচ্ছতা কর্তৃপক্ষের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত। একই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার নিরীক্ষা বোর্ডের সঙ্গেও সরকারি সম্পদ সুরক্ষা ও কার্যকর সুশাসন নিশ্চিত করতে কৌশলগত চুক্তি হয়েছে।

বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী ভূমিকায় আমিরাত

এই সব উদ্যোগের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত নিজেকে বৈশ্বিক দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সক্রিয় অংশীদার হিসেবে তুলে ধরছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।

 

জনপ্রিয় সংবাদ

ফারাহ খানের চোখে দীপিকার ভেতরে পুরোনো বলিউডের নায়িকা

দুর্নীতিবিরোধী অবস্থান আরও শক্ত করল সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া

০৩:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মধ্যে দুর্নীতিবিরোধী সহযোগিতা নতুন মাত্রা পেল। দুই দেশের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আবুধাবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই অগ্রগতি আনুষ্ঠানিক রূপ পেল।
সারাক্ষণ রিপোর্ট

দুই দেশের সমঝোতা স্মারক স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষ ও মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে যৌথ উদ্যোগ জোরদার করা। এর মাধ্যমে স্বচ্ছতা ও সততা বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুশাসন কাঠামো শক্তিশালী করার পথ খুলে গেল।

Sheikh Mohammed celebrates accession day by honouring wife, Sheikha Hind  bint Maktoum

আবুধাবিতে আনুষ্ঠানিক অনুষ্ঠান

আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষের সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী দাতো শ্রী হাজি আজম বিন বাকি সরকারি সফরে এসে চুক্তিতে অংশ নেন। তাঁকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের জবাবদিহি কর্তৃপক্ষের চেয়ারম্যান হুমাইদ ওবায়েদ আবু শিবস।

আন্তর্জাতিক মানে সুশাসনের অঙ্গীকার

চুক্তির মাধ্যমে দুই দেশ দুর্নীতি বিরোধী কার্যক্রমে পারস্পরিক সহায়তা, দক্ষতা বিনিময় এবং জবাবদিহি জোরদারের বিষয়ে একমত হয়েছে। এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে দুই দেশের দৃঢ় অবস্থানের প্রতিফলন।

আগের সহযোগিতার ধারাবাহিকতা

UAE signs 2 MoUs with Greece to strengthen cooperation

এর আগেও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশের সঙ্গে একই ধরনের উদ্যোগ নিয়েছে। গত বছরের নভেম্বর মাসে মরক্কোর সততা, প্রতিরোধ ও ঘুষ দমন বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেই চুক্তির লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে অভিজ্ঞতা বিনিময়।

ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে চুক্তি

এছাড়া গত সেপ্টেম্বর মাসে গ্রিসের নিরীক্ষা আদালত ও জাতীয় স্বচ্ছতা কর্তৃপক্ষের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত। একই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার নিরীক্ষা বোর্ডের সঙ্গেও সরকারি সম্পদ সুরক্ষা ও কার্যকর সুশাসন নিশ্চিত করতে কৌশলগত চুক্তি হয়েছে।

বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী ভূমিকায় আমিরাত

এই সব উদ্যোগের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত নিজেকে বৈশ্বিক দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সক্রিয় অংশীদার হিসেবে তুলে ধরছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।