নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা ঘটলে তার দায় আওয়ামী লীগের ওপরই বর্তাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা অংশ নিতে পারছে না, সহিংসতার ঘটনা ঘটলে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে নির্বাচনের সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা নেই বলেও তিনি মনে করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে, যা নির্বাচনী পরিবেশের জন্য ইতিবাচক ইঙ্গিত।
এর আগে গত ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উসকানিমূলক বক্তব্যই প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে ও ভোটের দিন কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে সংশ্লিষ্টদের দায়ী করা হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















