ওমানের উপকূলে একটি পর্যটকবাহী নৌকা ডুবে তিনজন ফরাসি পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৭ জানুয়ারি এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দেশটির রয়্যাল ওমান পুলিশ। নৌকাটিতে মোট ২৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৫ জন ফরাসি পর্যটক, একজন ট্যুর গাইড এবং নৌকার ক্যাপ্টেন অন্তর্ভুক্ত ছিলেন।
দুর্ঘটনার পরপরই উপকূলরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের সুলতান কাবুস বন্দরের মেরিন পিয়ারে নেওয়া হয়। সেখানে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ চিকিৎসা সহায়তা দেয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে।
দ্রুত উদ্ধার, তবু বাঁচানো গেল না
রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কোস্ট গার্ডের সময় লেগেছে মাত্র পাঁচ মিনিটের মতো। আশপাশে থাকা পর্যটক নৌকাগুলিও উদ্ধার অভিযানে সহায়তা করে। তবু তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুইজন পর্যটক সামান্য আহত হন। অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেন। পরে ডাইভিং ও সামুদ্রিক উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজে বের করে চিকিৎসার জন্য স্থানান্তর করে।
কোথায় ও কী কারণে দুর্ঘটনা
প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটি মাস্কাটের মুত্তরাহ উইলায়াতের সুলতান কাবুস বন্দরের প্রায় ২.৫ নটিক্যাল মাইল দূরে উল্টে যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটি ডিমানিয়াত দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। এই দ্বীপগুলো রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত এবং ডাইভিংয়ের জন্য বিখ্যাত।
রয়্যাল ওমান পুলিশের নিরাপত্তা ও গণমাধ্যম বিভাগের পরিচালক কর্নেল মোহাম্মদ বিন সালমান আল-হাশেমি জানান, পরিবহন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
ওমানের কর্তৃপক্ষ প্রায়ই সমুদ্রের পরিবর্তনশীল আবহাওয়া ও ঝুঁকির বিষয়ে পর্যটকদের সতর্ক করে থাকে। দেশটির সুন্দর উপকূল ও নীল জলরাশি যেমন পর্যটকদের টানে, তেমনি সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে—এই দুর্ঘটনা যেন আবার সেই বাস্তবতাই মনে করিয়ে দিল।
সারাক্ষণ রিপোর্ট 



















