২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হলেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের লক্ষ্য এখানেই থেমে নেই। নতুন করে সামনে এসেছে আরও বড় এক চ্যালেঞ্জ—কোয়ালিফায়ার শিরোপা জিতে ইতিহাস গড়া। নেপালে চলমান আসরে চতুর্থবারের মতো ট্রফি ঘরে তুলতেই এখন পুরো মনোযোগ টাইগ্রেসদের।
অলরাউন্ডার রাবেয়া খানের কণ্ঠে আত্মবিশ্বাস
স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্স ম্যাচের আগে দলের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন ২০ বছর বয়সী অলরাউন্ডার রাবেয়া খান। লেগ স্পিনার রাবেয়ার ভাষায়, বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বাংলাদেশ থেকে এই আসরে আসার একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
ভিডিও বার্তায় রাবেয়া জানান, স্কটল্যান্ড বা অন্য কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটি ম্যাচেই নিজেদের পরিকল্পনা ও প্রক্রিয়ার ওপর আস্থা রেখে খেলতে চায় দল। তাঁর মতে, নেপালে বাংলাদেশের মিশন এখনো শেষ হয়নি।
কোয়ালিফায়ারে বাংলাদেশের আধিপত্য
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। এর আগে তিনবার শিরোপা জিতেছে দল। ২০১৮ ও ২০২২ সালে আয়ারল্যান্ডকে হারিয়ে এবং ২০১৯ সালে থাইল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগ্রেসরা। এবার সেই সংখ্যাকে চার-এ নিয়ে যাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে।
টানা জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দল
চলতি আসরে এখন পর্যন্ত টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেয়। একের পর এক দাপুটে পারফরম্যান্সে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
রাবেয়া বলেন, এই কোয়ালিফায়ার পর্ব মোটেও সহজ ছিল না। প্রতিটি ম্যাচেই ছিল অনিশ্চয়তা। তবে ধারাবাহিকভাবে ভালো খেলে পাঁচটি ম্যাচ জেতায় দল হিসেবে সবাই খুবই খুশি এবং সামনে আরও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এখন একটাই বার্তা—লক্ষ্য পরিষ্কার, শিরোপাই শেষ কথা।
সারাক্ষণ রিপোর্ট 


















