রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সময় ও প্রাথমিক আতঙ্ক
শুক্রবার ৩০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। দিনের শুরুতেই ব্যস্ত এলাকায় আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

আগুন লাগার কারণ কী
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, রাস্তার পাশে পার্কিং করা বাসটির চালক ও সহকারী ইঞ্জিন চালু রেখেই নিচে চা পান করতে নামেন। ওই সময় ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন চালু থাকায় সেই ত্রুটি থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসে দাউদাউ করে জ্বলে ওঠে।
নাশকতার প্রমাণ নেই
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে কোনো পরিকল্পিত নাশকতা হিসেবে দেখা হচ্ছে না। এটি সম্পূর্ণভাবে যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিসের অভিযান
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের টানা প্রচেষ্টায় সকাল ১০টা ১২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষয়ক্ষতি ও যান চলাচল
অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি, যা বড় স্বস্তির বিষয়। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর উত্তরা এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হয়।
সারাক্ষণ রিপোর্ট 



















