ওয়াশিংটনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও সৌদি আরবের জন্য একযোগে বহু বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে আঞ্চলিক টানাপোড়েনের সময়ে নেওয়া এই সিদ্ধান্তকে কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
সারাক্ষণ রিপোর্ট
ইসরায়েলের জন্য আক্রমণ হেলিকপ্টার ও সামরিক যান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের জন্য ত্রিশটি অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার। একই সঙ্গে যৌথ হালকা কৌশলগত সামরিক যান বিক্রির জন্য আরও এক দশমিক আট বিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদিত হয়েছে। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং আত্মরক্ষার সক্ষমতা জোরদার করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গেই যুক্ত। প্রস্তাবিত এই বিক্রি সেই লক্ষ্যেই সামঞ্জস্যপূর্ণ।

সৌদি আরবের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
একই দিনে সৌদি আরবের জন্য সাতশ ত্রিশটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মোট মূল্য ধরা হয়েছে প্রায় নয় বিলিয়ন ডলার। আকাশপথে সম্ভাব্য হামলা প্রতিহত করতে ব্যবহৃত এই প্রতিরক্ষা ব্যবস্থাকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

ইরান ঘিরে আঞ্চলিক উত্তেজনা
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্র বড় সামরিক উপস্থিতি বজায় রেখেছে। এরই মধ্যে গত বছর ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল।
ইরানের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভ ও কঠোর দমননীতির খবরও আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন, কারণ এতে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সৌদি আরব প্রকাশ্যে ইরানের ওপর সরাসরি হামলা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
গাজা যুদ্ধবিরতি ও মানবিক চিত্র
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা দীর্ঘ যুদ্ধ অনেকটাই থামিয়ে দেয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে।
গত অক্টোবরের সাত তারিখে ইসরায়েলে হামলার ঘটনায় দেশটির পক্ষ থেকে এক হাজার দুইশ একুশ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক। পাল্টা অভিযানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা একাত্তর হাজার ছয়শত সাতষট্টিতে পৌঁছেছে।

শীর্ষ নেতৃত্বের কূটনৈতিক যোগাযোগ
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
সারাক্ষণ রিপোর্ট 



















