সারাক্ষণ রিপোর্ট
ভোটারদের সঠিক সিদ্ধান্তের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভোটাররাই দেশের প্রকৃত মালিক, তাই ভুলের কোনো অবকাশ নেই। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আখচা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মুনশিপাড়ায় নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, যারা ভালো কাজ করতে চায়, তাদেরই বিজয়ী করতে হবে। তাঁর ভাষায়, দেশের শান্তি ফিরিয়ে আনা বিএনপির সবচেয়ে বড় লক্ষ্য। তিনি জানান, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠাই তাদের উদ্দেশ্য।
উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি
বিএনপি মহাসচিব বলেন, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা, যেখানে স্কুল কলেজ নেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং যেখানে হাসপাতাল নেই সেখানে হাসপাতাল গড়ে তোলাই তাদের রাজনীতির লক্ষ্য। তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে মানুষ শান্তিতে ছিল না এবং শুধু ঠাকুরগাঁও জেলাতেই বহু মামলা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক মানুষকে আসামি করা হয়।
দীর্ঘ দমনপীড়নের অভিযোগ
গত সতেরো বছরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের নামে দমনপীড়নের শিকার হয়েছে সাধারণ মানুষ। দীর্ঘ কষ্টের সময় পার করে এখন মানুষ ভালো দিনের দিকে এগোচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
পরিবার কার্ড ও কৃষকের সহায়তা
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–এর প্রস্তাবের কথা তুলে ধরে তিনি বলেন, পরিবার কার্ড চালু হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কেনা যাবে এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবায় সুবিধা মিলবে। একই সঙ্গে কৃষকদের জন্য কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়ার ব্যবস্থার কথাও জানান তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার
এলাকায় হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িক বিভাজন চিরতরে বন্ধ করাই তাদের অঙ্গীকার। বক্তব্যের শেষদিকে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এবার সমর্থন দিলে জনগণের জন্য কাজ করার সুযোগ পাবেন তিনি।
প্রতিবেদক: সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















