০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
জাপানের বৃহৎ পারমাণবিক পুনরারম্ভ অর্থনৈতিক অনিবার্যতা নস্টালজিয়া ও উদ্ভাবনের মিশ্রণ: গিয়ার সংবাদে ইভি, ক্যামেরা ও ঘড়ি জাতিসংঘের উচ্চ সমুদ্র চুক্তি কার্যকর, লক্ষ্য ৩০% সাগর সুরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তার ভুয়া ঢলে বিপাকে বিশ্ব ক্রীড়া অঙ্গন ‘রক দ্য কান্ট্রি’ ট্যুরে লুডাক্রিস বাদ: রাজনীতির উত্তাপ ফাতিমা সানা শেখের নতুন ছবির শুট শেষ, সেট থেকেই ভাগ করে নিলেন আনন্দের মুহূর্ত আমেরিকায় নতুন সুর, নতুন আত্মবিশ্বাস: ট্রাম্পের প্রত্যাবর্তনের এক বছরে বদলে যাওয়া রাজনীতি ও সমাজ বয়স্কদের টিকা শুধু সংক্রমণ নয়, বাঁচাচ্ছে হৃদয় ও স্মৃতিশক্তি গো খেলায় ঐতিহ্য থাকলেও ঐক্য নেই, পূর্ব এশিয়ার তিন শক্তির দ্বন্দ্বে সংকটে প্রাচীন বোর্ড খেলা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ময়না বু চরিত্র আনোয়ারা তৈরি করেছেন অভিনয়ের গ্রামার

  • Sarakhon Report
  • ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 88

শিল্পি আনোয়ারা দুজনের কাঁধে ভর দিয়ে এফডিসিতে ভোট দিতে ঢুকছেন এ ছবি ভাইরাল হয়েছে। মানুষের জীবনের এ পরিবর্তন স্বাভাবিক। এ নিয়ে কারো কোন দুঃখ থাকার কথা নয়।

শিল্পি আনোয়ারাও বেশ কয়েক বছর আগে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন, তার জীবনে কোন অপ্রাপ্তি নেই।

শিল্পী আনোয়ারার খ্যাতি হয়েছিলো নবাব সিরাজ-উদ দৌলা চলচ্চিত্রে আলেয়ার ভূমিকায় অভিনয় করার পরে। তারপরে তাঁকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

তবে সেই বড় অভিনেত্রী ও নায়িকা আনোয়ারার বাইরে এসে এক শক্তিশালী অভিনেত্রী আনোয়ারাকে পাওয়া যায় গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রে।

গোলাপি এখন ট্রেনে ছায়াছবিটির মান সত্যজিত রায়, মৃনাল সেন বা ঋত্বিক ঘটকের ছায়াছবির থেকে কোন অংশে কম নয়। বরং বলা যেতে পারে সত্যজিত, মৃনাল সেন ও ঋত্বি্ক ঘটকের পক্ষে যে কোন কারণে হোক যে স্থানটিতে পৌঁছানো সম্ভব হয়নি- অর্থাত একেবারে গ্রামীন নিম্মবিত্ত সমাজের বাস্তব জীবনে সেখানেই পৌঁছে গেছে গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রটি।

গ্রামের মোড়লদের আধিপত্য, কূটিলতা যা পরবর্তীতে রাজনীতির নামে রাষ্ট্রকেও গ্রাস করেছে। সেই কূটিল মোড়লরাই রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র দখল করেছে বার বার। আর তার সঙ্গে পূর্ব বাংলার গ্রামের ভাতের অভাব । ব্রিটিশদের নানান অবিচারের ভেতর দিয়ে যে চিরস্থায়ী একটা ভাতের অভাব এক সময়ে পূর্ববাংলার গ্রামে ছিলো,  ছিলো গোটা বাংলার গ্রামে।

সেই ভাতের অভাব আর মোড়লদের চক্রান্তের প্রথম শিকার যে হয় নারী তার প্রতিমূর্তি বা প্রতীক ময়না বু চরিত্রে আনোয়ারার অভিনয় বাস্তবে বিশ্বের যে কোন স্থানের দর্শকের চোখ, মন ও শরীরকে স্তব্দ করে দেবার মতো অভিনয়।

কেন তাঁর এ অভিনয় আর্ন্তাজাতিক অঙ্গনে পৌঁছায়নি এ এক বড় প্রশ্ন?

গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় এই দুই চলচ্চিত্রে ময়না বু হিসেবে আনোয়ারার অভিনয় বাস্তবে প্রজম্মের পর প্রজম্মকে অভিনয় শেখাবে।

তার এ অভিনয় শুধু বাস্তবের শতভাগ কাছে যায়নি, তৈরি করেছে অভিনয়ের গ্রামারও।

–               কালান্তর

জনপ্রিয় সংবাদ

জাপানের বৃহৎ পারমাণবিক পুনরারম্ভ অর্থনৈতিক অনিবার্যতা

ময়না বু চরিত্র আনোয়ারা তৈরি করেছেন অভিনয়ের গ্রামার

০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

শিল্পি আনোয়ারা দুজনের কাঁধে ভর দিয়ে এফডিসিতে ভোট দিতে ঢুকছেন এ ছবি ভাইরাল হয়েছে। মানুষের জীবনের এ পরিবর্তন স্বাভাবিক। এ নিয়ে কারো কোন দুঃখ থাকার কথা নয়।

শিল্পি আনোয়ারাও বেশ কয়েক বছর আগে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন, তার জীবনে কোন অপ্রাপ্তি নেই।

শিল্পী আনোয়ারার খ্যাতি হয়েছিলো নবাব সিরাজ-উদ দৌলা চলচ্চিত্রে আলেয়ার ভূমিকায় অভিনয় করার পরে। তারপরে তাঁকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

তবে সেই বড় অভিনেত্রী ও নায়িকা আনোয়ারার বাইরে এসে এক শক্তিশালী অভিনেত্রী আনোয়ারাকে পাওয়া যায় গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রে।

গোলাপি এখন ট্রেনে ছায়াছবিটির মান সত্যজিত রায়, মৃনাল সেন বা ঋত্বিক ঘটকের ছায়াছবির থেকে কোন অংশে কম নয়। বরং বলা যেতে পারে সত্যজিত, মৃনাল সেন ও ঋত্বি্ক ঘটকের পক্ষে যে কোন কারণে হোক যে স্থানটিতে পৌঁছানো সম্ভব হয়নি- অর্থাত একেবারে গ্রামীন নিম্মবিত্ত সমাজের বাস্তব জীবনে সেখানেই পৌঁছে গেছে গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় চলচ্চিত্রটি।

গ্রামের মোড়লদের আধিপত্য, কূটিলতা যা পরবর্তীতে রাজনীতির নামে রাষ্ট্রকেও গ্রাস করেছে। সেই কূটিল মোড়লরাই রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র দখল করেছে বার বার। আর তার সঙ্গে পূর্ব বাংলার গ্রামের ভাতের অভাব । ব্রিটিশদের নানান অবিচারের ভেতর দিয়ে যে চিরস্থায়ী একটা ভাতের অভাব এক সময়ে পূর্ববাংলার গ্রামে ছিলো,  ছিলো গোটা বাংলার গ্রামে।

সেই ভাতের অভাব আর মোড়লদের চক্রান্তের প্রথম শিকার যে হয় নারী তার প্রতিমূর্তি বা প্রতীক ময়না বু চরিত্রে আনোয়ারার অভিনয় বাস্তবে বিশ্বের যে কোন স্থানের দর্শকের চোখ, মন ও শরীরকে স্তব্দ করে দেবার মতো অভিনয়।

কেন তাঁর এ অভিনয় আর্ন্তাজাতিক অঙ্গনে পৌঁছায়নি এ এক বড় প্রশ্ন?

গোলাপি এখন ট্রেনে ও গোলাপি এখন ঢাকায় এই দুই চলচ্চিত্রে ময়না বু হিসেবে আনোয়ারার অভিনয় বাস্তবে প্রজম্মের পর প্রজম্মকে অভিনয় শেখাবে।

তার এ অভিনয় শুধু বাস্তবের শতভাগ কাছে যায়নি, তৈরি করেছে অভিনয়ের গ্রামারও।

–               কালান্তর