সারাক্ষণ ডেস্ক
প্রভুদেবা ও কাজল অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা মহারাগ্নীর টিজার মুক্তি পেয়েছে। অ্যাকশন-থ্রিলার সিনেমাটিতে প্রভুদেবা,কাজলএবং নাসিরুদ্দিন শাহ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

মহারাগ্নীর টিজারের শুরুতে প্রভুদেবাকে ব্যাট হাতে রানওয়েতে একজন ব্যক্তিকে তাড়া করতে দেখা যাচ্ছে। টিজারটিতে নাসিরুদ্দিন শাহ এবং সম্যুক্ত মেননের ছোট এক ঝলক দেখানো হয়েছে।
টিজারে একটি দৃশ্যে কাজলকে একটি লাল পোশাকে তলোয়ার দিয়ে সাউথের স্টাইলে গুন্দাদের মারতে দেখা যায়। কাজল টিজারে বলেন, ক্ষমতা চেয়ে কখনও পাওয়া যায় না।ছিনিয়ে নিতে হয়।

কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারের ছোট একটি ক্লিপ শেয়ার করেছেন।তিনি ক্যাপশনে লিখেছেন,তোমাদের জন্য এটি শেয়ার করেছি।একটু সময় নেও। মজা করো।আশাকরি তোমাদের এটি ভালো লাগবে।

মহারাগ্নী পুরো ভারতে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে। মহারাগ্নী সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া প্রভুদেবা ও কাজল অভিনীত মিনসারা কানাভু-এর রিমেক। মহারাগ্নী সিনেমাতে আরও অভিনয় করেছেন,যীশু সেনগুপ্ত, আদিত্য সিল এবং প্রমোদ পাঠক।সিনেমাটি পরিচালনা করেছেন, চরণ তেজ উৎপলাপতি।
Sarakhon Report 



















