শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন মানাম আহমেদ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯.০০ পিএম

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব, প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা মানাম আহমেদ প্রথমবার আন্তর্জাতিক কোনো সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি ভারতের কলকাতায় অনুষ্ঠিত হওয়া ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র ২১’তম আসরে বাংলাদেশের চলচ্চিত্রে একজন সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা হিসেবে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।দেশের বাইরে থেকে নিজের কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্মাননা পেয়ে বেশ আশ্চর্যই হয়েছিলেন মানাম আহমেদ।
সম্মাননা প্রাপ্তিতে তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ প্রথমবার যখন আমাকে এই সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হলো তখন বিষয়টি আমার কাছে আশ্চর্যই লেগেছে। পরবর্তীতে আমি বিষদ জানতে গিয়ে অবগত হলাম যে এর আগে আমার বন্ধু আইয়ূব বাচ্চু একই সম্মাননা পেয়েছিলো। যাইহোক, পরবর্তীতে আমি কলকাতায় গিয়ে এই সম্মাননা গ্রহন করি, সেখানে এই সম্মাননা’র আয়োজক মৃন্ময় কাঞ্জিলালের সঙ্গে কথা হয়। আমাদের দেশে চ্যানেল আই ও আরটিভি বাংলাদেশে যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছেন ঠিকঠাকভাবেই সম্মাননা প্রদান করে। দেশের বাইরে আন্তর্জাতিক সম্মাননা পেয়ে সত্যিই আমি ভীষণ খুশী হয়েছি, পুরো আয়োজনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আয়োজকদের, আন্তরিক কৃতজ্ঞতা রইলো।’
একজন সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে মানাম আহমেদ প্রথম কাজ করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ সিনেমার। পরবর্তীতে তিনি ‘প্রেম পাগল’,‘ পাষাণ’,‘ চাঁদনী রাতে’সহ আরো বেশ কিছু সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন্ মতিন রহমান পরিচালিত ‘মাটির ফুল’ সিনেমার শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘সোনা দানা দামি গহনা’ গানটিও মানাম আহমেদ’র সুর করা। ১৯৮২ সাল থেকে মানাম আহমেদ বাংলাদেশের জনপ্রিয় ব্যাণ্ড দল ‘মাইলস’র সাথে সম্পৃক্ত। মাইলস’র ব্যাণ্ডের কম্পোজার হিসেবে শুরু থেকে এখন পর্যন্ত কাজ করছেন তিনি।
মাইলসের যতো বিখ্যাত গান আছে তার প্রায় সবগুলোরই কম্পোজ মানাম আহমেদ’র করা। মানাম আহমেদ ‘মধুমিলন’,‘ তানসেন’, ‘কোথায় যেন দেখেছি’ ও সর্বশেষ আলমগীকর কুমকুমের ‘আমার জন্মভূমি’ সিনেমাতে অভিনয় করেছেন, যে সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয় নায়ক আলমগীরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024