০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
মেক্সিকো: রাষ্ট্রপতি শেইনবাউমের প্রতি শারীরিক নির্যাতন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে লুলার ‘সত্যের COP’ প্রতিশ্রুতি: জাতিসংঘের প্রতিবেদন থেকে উদ্বেগ সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কনীতি বিপদে — কংগ্রেসের রাজস্ব ক্ষমতা পুনরুদ্ধারের দাবি জোরালো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় অগ্রগতি: পোকরোভস্ক দখলের দ্বারপ্রান্তে কুইন্স: প্রবাসী নারীদের জীবনের টানাপোড়েন ও আত্মসংগ্রামের নাটক মার্কিন ধনী বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত: ব্যক্তিগত শেয়ার ব্যবসায় প্রবেশ করল চার্লস শোয়াব চতুর্থ টি-২০ ম্যাচে ৪৮ রানে দাপুটে জয় ভারতের দক্ষিণ লেবাননে নতুন বিমান হামলা চালাল ইসরায়েল কর্ণাটকের ‘পিরিয়ড লিভ’ নীতি: প্রগতিশীল পদক্ষেপ নাকি শুধুই প্রতীকী উদ্যোগ? আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার বেড়েছে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞার কারণে

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯০)

  • Sarakhon Report
  • ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 59

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতার হাতের ভারী ছড়ি

রুজভেল্ট বলতেন, নেতা কথা বলবেন আস্তে কিন্তু হাতের ছড়িটি হবে ভারী।

এই হাতের ভারী ছড়ির অর্থ কি?

ভারী ছড়ি অর্থ এ নয় যে নেতা শাস্তি দেবার জন্যে সব সময় ব্যস্ত থাকবে। নেতা অসম্ভব রকম কঠোর হবে। মূলত নেতার কৌশল ও সিস্টেম হবে অত্যন্ত সুচারু বা নিপুন।

এবং নেতাকে প্রতি মুহূর্তে তার কৌশল নিয়ে সজাগ থাকতে হবে যেন তার ফাঁক গলিয়ে কেউ না যেতে পারে।

কোম্পানিতে, সংগঠনে, রাষ্ট্রে নেতা যদি মাইক্রো ম্যানেজমেন্টে চলে যায় তাহলে অবশ্য নেতা ফেল করবে। নেতার ম্যাক্রো ম্যানেজমেন্টের ফলে মাইক্রো ম্যানেজমেন্ট স্বাভাবকিই সুচারু ভাবে চলবে।

নেতার ছড়ি ভারী না হলে, নেতার সিস্টমে গলিয়ে প্রথম চলে যাবে অর্থ। আর সংগঠন, কোম্পানি বা রাষ্ট্র থেকে যখনই অর্থ চলে যাওয়া শুরু হয় তখনই ধরে নিতে হয় ওই নেতা কাউন্ট ডাউনে চলে গেছে।

আর যতক্ষণ  অর্থের আগমন বা অর্থের সঠিক ব্যবহার হয় ততক্ষন ধরতে হয় নেতা এগিয়ে চলেছে বা সঠিক পথে আছে।

নেতা কেন আস্তে কথা বলবে-

জোরে কথা বলবে সেই যে ক্ষমতাহীন বা অজ্ঞ।

নেতা কখনও ক্ষমতাহীন বা অজ্ঞ হতে পারে না। যখন কোন নেতা উগ্র আচরন করবে তখনই ধরে নিতে হবে অর্থ চলে যাওয়া শুরু হলে যেমন কোন নেতার কাউন্ট ডাউন শুরু হয়ে যায় এখানেও তেমনটি ঘটছে্।

হয়তো দেখা যায় এমন উচ্চকন্ঠ ও হালকা ছড়ির নেতা অনেক সময় থাকে তার মানে এই নয় যে সে নেতা।

মনে রাখা উচিত কখনও কখনও কোন কোম্পানি,সংগঠন বা দেশ ফলস নেতার অধীনে চলে। তার অর্থ এ নয় যে নেতা ছাড়া চলতে পারে। শেষ হিসেবে দেখা যায় ওই সময়টা একটা ক্ষতিকর সময়ই ছিলো।

জনপ্রিয় সংবাদ

মেক্সিকো: রাষ্ট্রপতি শেইনবাউমের প্রতি শারীরিক নির্যাতন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯০)

০৪:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতার হাতের ভারী ছড়ি

রুজভেল্ট বলতেন, নেতা কথা বলবেন আস্তে কিন্তু হাতের ছড়িটি হবে ভারী।

এই হাতের ভারী ছড়ির অর্থ কি?

ভারী ছড়ি অর্থ এ নয় যে নেতা শাস্তি দেবার জন্যে সব সময় ব্যস্ত থাকবে। নেতা অসম্ভব রকম কঠোর হবে। মূলত নেতার কৌশল ও সিস্টেম হবে অত্যন্ত সুচারু বা নিপুন।

এবং নেতাকে প্রতি মুহূর্তে তার কৌশল নিয়ে সজাগ থাকতে হবে যেন তার ফাঁক গলিয়ে কেউ না যেতে পারে।

কোম্পানিতে, সংগঠনে, রাষ্ট্রে নেতা যদি মাইক্রো ম্যানেজমেন্টে চলে যায় তাহলে অবশ্য নেতা ফেল করবে। নেতার ম্যাক্রো ম্যানেজমেন্টের ফলে মাইক্রো ম্যানেজমেন্ট স্বাভাবকিই সুচারু ভাবে চলবে।

নেতার ছড়ি ভারী না হলে, নেতার সিস্টমে গলিয়ে প্রথম চলে যাবে অর্থ। আর সংগঠন, কোম্পানি বা রাষ্ট্র থেকে যখনই অর্থ চলে যাওয়া শুরু হয় তখনই ধরে নিতে হয় ওই নেতা কাউন্ট ডাউনে চলে গেছে।

আর যতক্ষণ  অর্থের আগমন বা অর্থের সঠিক ব্যবহার হয় ততক্ষন ধরতে হয় নেতা এগিয়ে চলেছে বা সঠিক পথে আছে।

নেতা কেন আস্তে কথা বলবে-

জোরে কথা বলবে সেই যে ক্ষমতাহীন বা অজ্ঞ।

নেতা কখনও ক্ষমতাহীন বা অজ্ঞ হতে পারে না। যখন কোন নেতা উগ্র আচরন করবে তখনই ধরে নিতে হবে অর্থ চলে যাওয়া শুরু হলে যেমন কোন নেতার কাউন্ট ডাউন শুরু হয়ে যায় এখানেও তেমনটি ঘটছে্।

হয়তো দেখা যায় এমন উচ্চকন্ঠ ও হালকা ছড়ির নেতা অনেক সময় থাকে তার মানে এই নয় যে সে নেতা।

মনে রাখা উচিত কখনও কখনও কোন কোম্পানি,সংগঠন বা দেশ ফলস নেতার অধীনে চলে। তার অর্থ এ নয় যে নেতা ছাড়া চলতে পারে। শেষ হিসেবে দেখা যায় ওই সময়টা একটা ক্ষতিকর সময়ই ছিলো।