০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি

আমেনা’য় মগ্ন দীপা

  • Sarakhon Report
  • ০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • 90

সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের নাটকের নন্দিত মুখ দীপা খন্দকার এই সময়ে সিনেমাতেও অভিনয় করছেন বলা যায় সমানতালে। আবার ওটিটি প্লাটফরমের বিশেষ বিশেষ কাজেও দেখা যাচ্ছে তাকে। বিগত একটি বছর অনেক ব্যস্ত সময় পার করেছেন তিনি। পেশাদারী কাজ আর সংসার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। তাই এবার একটু রিল্যাক্স হতে পরিবার নিয়েই দীপা খন্দকার ভিয়েতনাম গিয়েছিলেন। সেখানে টানা দশদিন পরিবারের সঙ্গে মনেরমতো করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিং-এর কাজ শেষ করলেন। এই সিনেমায় তিনি একেবারেই ভিন্ন ধরনের চরিত্র ‘আমেনা’ চরিত্রে অভিনয় করেছেন।

ডাবিং শেষে দীপা খন্দকার বলেন,‘ এখন পর্যন্ত আমি যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি তারমধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমেনা। একেবারেই ভিন্নধরনের একটি চরিত্র। নাটকে আমি বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু সিনেমাতে সেটা খুব কমই হয়েছে। কিন্তু ঋতুকামিনীতে আমার সিনেমাপ্রেমী দর্শকেরা এবার অন্ততঃ একটু নয় অনেকটাই ভিন্নরূপে আমাকে দেখবেন। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস আমেনাতে মুগ্ধ হবেন দর্শক।’

দীপা জানান প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মুন্নার নির্দেশনায় ও নিউট্রেলার বিজ্ঞাপনে রুবাইয়াত মাহমুদের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। এই দুটো বিজ্ঞাপন তার একেবারেই নতুন বিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটি শিগগিরই প্রচারে আসবে। এর আগেও দীপা বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এরইমধ্যে হৈচৈ’তে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’।

দীপ্ত প্লে’র জন্য এরইমধ্যে দীপা শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যাণ্ড সিক’ নাটকের কাজ। গেলো কোরবানীর ঈদে দীপা খন্দকার’কে ছোটকাকু সিরিজে এবং ভুতের নাটক অনিমেষ আইচের ‘পিছনে তাকাবেন না’তে অভিনয়ে দেখা গেছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্কওয়ার্ল্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয়ে দেখা গেছে দীপা খন্দকারকে। দীপা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’,‘ পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, জি¦ন টু’। মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’।

জনপ্রিয় সংবাদ

এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া

আমেনা’য় মগ্ন দীপা

০৩:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের নাটকের নন্দিত মুখ দীপা খন্দকার এই সময়ে সিনেমাতেও অভিনয় করছেন বলা যায় সমানতালে। আবার ওটিটি প্লাটফরমের বিশেষ বিশেষ কাজেও দেখা যাচ্ছে তাকে। বিগত একটি বছর অনেক ব্যস্ত সময় পার করেছেন তিনি। পেশাদারী কাজ আর সংসার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। তাই এবার একটু রিল্যাক্স হতে পরিবার নিয়েই দীপা খন্দকার ভিয়েতনাম গিয়েছিলেন। সেখানে টানা দশদিন পরিবারের সঙ্গে মনেরমতো করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিং-এর কাজ শেষ করলেন। এই সিনেমায় তিনি একেবারেই ভিন্ন ধরনের চরিত্র ‘আমেনা’ চরিত্রে অভিনয় করেছেন।

ডাবিং শেষে দীপা খন্দকার বলেন,‘ এখন পর্যন্ত আমি যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি তারমধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমেনা। একেবারেই ভিন্নধরনের একটি চরিত্র। নাটকে আমি বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু সিনেমাতে সেটা খুব কমই হয়েছে। কিন্তু ঋতুকামিনীতে আমার সিনেমাপ্রেমী দর্শকেরা এবার অন্ততঃ একটু নয় অনেকটাই ভিন্নরূপে আমাকে দেখবেন। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস আমেনাতে মুগ্ধ হবেন দর্শক।’

দীপা জানান প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মুন্নার নির্দেশনায় ও নিউট্রেলার বিজ্ঞাপনে রুবাইয়াত মাহমুদের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। এই দুটো বিজ্ঞাপন তার একেবারেই নতুন বিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটি শিগগিরই প্রচারে আসবে। এর আগেও দীপা বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এরইমধ্যে হৈচৈ’তে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’।

দীপ্ত প্লে’র জন্য এরইমধ্যে দীপা শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যাণ্ড সিক’ নাটকের কাজ। গেলো কোরবানীর ঈদে দীপা খন্দকার’কে ছোটকাকু সিরিজে এবং ভুতের নাটক অনিমেষ আইচের ‘পিছনে তাকাবেন না’তে অভিনয়ে দেখা গেছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্কওয়ার্ল্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয়ে দেখা গেছে দীপা খন্দকারকে। দীপা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’,‘ পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, জি¦ন টু’। মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’।