০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদারে বাড়তি যোগাযোগ ও বিনিয়োগের আহ্বান রাজনৈতিক দলের ভেতরে ফ্যাসিবাদী সহযোগী ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ব্যাংক   ডলার  কিনেছে ৩০৫ কোটি ডলার, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি, নতুন রাজনৈতিক জোটের ঘোষণা নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন এমডি নিয়োগ, বিনিয়োগকারীদের নজর ভবিষ্যৎ সিদ্ধান্তে ওসমান হাদী হত্যাকাণ্ড: ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধে স্থবির জনজীবন বাংলাদেশের অস্থিরতায় প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের পোশাক শিল্পে সাভার–কেরানীগঞ্জসহ শিল্পাঞ্চলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ভালুকায় সহিংস ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

জীবন আমার বোন (পর্ব-৮২)

  • Sarakhon Report
  • ০৮:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 90

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

‘মাঝে না সিগ্রেট কমিয়ে দিয়েছিলি?
‘কেন?’
‘এতো সিগ্রেট টানছিস কেন আজ?’
‘কি জানি–‘
‘তুই না বলিস, বেশি সিগ্রেট খেলে ঘুম হয় না?’
‘মনে করিয়ে দিবি তো!’
‘আমি জানি–‘
‘কি জানিস?’
‘তোর মন খারাপ।’
‘কই?’
‘নিজের মুখ তো আর দেখতে পাচ্ছিস না।’
‘তোরও তো মন খারাপ!’
‘বললেই হ’লো–‘
‘অতো চোটপাট করলে কে তখন?’
‘সে তো তুই–‘
‘পান্ডুয়াটি! কাটমোল্লা ব’লে গাল দিসনি?’
খোকার একটা হাত ধ’রে আবার ছেড়ে দিয়ে বললে, ‘কই দেখা তো কোথায় ফোস্কা পড়েছে!’
খোকা বললে, ‘তুই যদি আর কোনোদিন আমার সঙ্গে মুখ কালো ক’রে কথা বলিস, তাহলে তার ফল খুব ভালো হবে না, আগে থেকেই ব’লে দিচ্ছি, আমি কিন্তু ভাগোয়াট হ’য়ে যাবো–‘
‘দিন দিন তোর আবদার বেড়ে যাচ্ছে।’
‘আর তুই বুড়ি হ’য়ে যাচ্ছিস–‘
‘বুড়ি তো হবোই, তোর মতো?’
‘তুই বুড়ি হ’তে পারবি না।’
খোকা সিগ্রেটের প্যাকেটে হাত দিতেই রঞ্জ কেড়ে নিলো, বললে,
‘ খবরদার আর একটাও ধরাতে পারবি না–‘
খোকা বললে, ‘তোর এতো মাথাব্যথা কিসের? আমার দিকে তোর খেয়াল আছে কোনো?’
জনপ্রিয় সংবাদ

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদারে বাড়তি যোগাযোগ ও বিনিয়োগের আহ্বান

জীবন আমার বোন (পর্ব-৮২)

০৮:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

‘মাঝে না সিগ্রেট কমিয়ে দিয়েছিলি?
‘কেন?’
‘এতো সিগ্রেট টানছিস কেন আজ?’
‘কি জানি–‘
‘তুই না বলিস, বেশি সিগ্রেট খেলে ঘুম হয় না?’
‘মনে করিয়ে দিবি তো!’
‘আমি জানি–‘
‘কি জানিস?’
‘তোর মন খারাপ।’
‘কই?’
‘নিজের মুখ তো আর দেখতে পাচ্ছিস না।’
‘তোরও তো মন খারাপ!’
‘বললেই হ’লো–‘
‘অতো চোটপাট করলে কে তখন?’
‘সে তো তুই–‘
‘পান্ডুয়াটি! কাটমোল্লা ব’লে গাল দিসনি?’
খোকার একটা হাত ধ’রে আবার ছেড়ে দিয়ে বললে, ‘কই দেখা তো কোথায় ফোস্কা পড়েছে!’
খোকা বললে, ‘তুই যদি আর কোনোদিন আমার সঙ্গে মুখ কালো ক’রে কথা বলিস, তাহলে তার ফল খুব ভালো হবে না, আগে থেকেই ব’লে দিচ্ছি, আমি কিন্তু ভাগোয়াট হ’য়ে যাবো–‘
‘দিন দিন তোর আবদার বেড়ে যাচ্ছে।’
‘আর তুই বুড়ি হ’য়ে যাচ্ছিস–‘
‘বুড়ি তো হবোই, তোর মতো?’
‘তুই বুড়ি হ’তে পারবি না।’
খোকা সিগ্রেটের প্যাকেটে হাত দিতেই রঞ্জ কেড়ে নিলো, বললে,
‘ খবরদার আর একটাও ধরাতে পারবি না–‘
খোকা বললে, ‘তোর এতো মাথাব্যথা কিসের? আমার দিকে তোর খেয়াল আছে কোনো?’