০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

  • Sarakhon Report
  • ০৭:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 96

সারাক্ষণ প্রতিবেদক
সাথী খান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানের শিল্পী হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। তার কন্ঠে প্রতিবাদী ঘরানার গান ‘ আমি নতুন কী আর আছি গো, পুরান হইয়া গেছি’ গানটি গত মার্চ মাষে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। গানটির কথা ও সুর হানিফ খানের।

এছাড়া কাব্যিক পলাশের লেখা ও সুরের ‘আমি এক এমন পাখি’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা ফোক গানে নিজের মৌলিক গান দিয়ে এরইমধ্যে সারা দেশব্যাপী সাথী খান বেশ আলোচনায় এসেছেন। তবে সাথী খানের স্বপ্ন প্লে-ব্যাক করা, অর্থাৎ সিনেমাতে গান করাই তার স্বপ্ন। সাথী খান বলেন,‘ প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমাতে গান করার।

সিনেমার গানের প্রচার যেমন অনেক বেশি হয়ে থাকে নানান মাধ্যমে, শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তাও হয় একটা অন্য লেবেলে। যে গান মোটামুটি হিট হয় তা দেশের আনাচে কানাচে’সহ দেশের বাইরেও বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। তাছাড়া আমাদের দেশের সিনিয়র শিল্পী যারা আছেন যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম এমন কী শ্রদ্ধেয় মমতাজ আপারও সিনেমায় অনেক গান আছে যা শ্রোতা দর্শকের মুখে এখনো শোনা যায়।

তো আমিও চাই সিনেমায় এমন কিছু গান করতে যা যুগের পর যুগ যেন শ্রোতা দর্শকের মধ্যে থেকে যায়। জানিনা সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমি প্রচণ্ড ধৈর্য্য ধরে অপেক্ষা করছি।’ এরইমধ্যে চলতি মাসের শুরুতেই সাথী হানিফ খানের কথা ও সুরে ‘তোমার বংশের কী নীতি’ ও মামুন আফনান রুমীর লেখা ও সুরে ‘বিশ্ব হারামী’ গানে কন্ঠ দিয়েছেন।

এছাড়াও সাথী খান জানান তার নিজের চ্যানেল ‘সাথী খান’-এ নতুন নতুন মৌলিক গান প্রকাশের জন্য মিউজিক ভিডিও’সহ প্রস্তুত আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ করবেন বলে জানালেন সাথী খান।

জনপ্রিয় সংবাদ

উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

০৭:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক
সাথী খান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানের শিল্পী হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। তার কন্ঠে প্রতিবাদী ঘরানার গান ‘ আমি নতুন কী আর আছি গো, পুরান হইয়া গেছি’ গানটি গত মার্চ মাষে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। গানটির কথা ও সুর হানিফ খানের।

এছাড়া কাব্যিক পলাশের লেখা ও সুরের ‘আমি এক এমন পাখি’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা ফোক গানে নিজের মৌলিক গান দিয়ে এরইমধ্যে সারা দেশব্যাপী সাথী খান বেশ আলোচনায় এসেছেন। তবে সাথী খানের স্বপ্ন প্লে-ব্যাক করা, অর্থাৎ সিনেমাতে গান করাই তার স্বপ্ন। সাথী খান বলেন,‘ প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমাতে গান করার।

সিনেমার গানের প্রচার যেমন অনেক বেশি হয়ে থাকে নানান মাধ্যমে, শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তাও হয় একটা অন্য লেবেলে। যে গান মোটামুটি হিট হয় তা দেশের আনাচে কানাচে’সহ দেশের বাইরেও বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। তাছাড়া আমাদের দেশের সিনিয়র শিল্পী যারা আছেন যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম এমন কী শ্রদ্ধেয় মমতাজ আপারও সিনেমায় অনেক গান আছে যা শ্রোতা দর্শকের মুখে এখনো শোনা যায়।

তো আমিও চাই সিনেমায় এমন কিছু গান করতে যা যুগের পর যুগ যেন শ্রোতা দর্শকের মধ্যে থেকে যায়। জানিনা সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমি প্রচণ্ড ধৈর্য্য ধরে অপেক্ষা করছি।’ এরইমধ্যে চলতি মাসের শুরুতেই সাথী হানিফ খানের কথা ও সুরে ‘তোমার বংশের কী নীতি’ ও মামুন আফনান রুমীর লেখা ও সুরে ‘বিশ্ব হারামী’ গানে কন্ঠ দিয়েছেন।

এছাড়াও সাথী খান জানান তার নিজের চ্যানেল ‘সাথী খান’-এ নতুন নতুন মৌলিক গান প্রকাশের জন্য মিউজিক ভিডিও’সহ প্রস্তুত আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ করবেন বলে জানালেন সাথী খান।