০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না

‘রোকেয়া’রূপে অনন্য অলংকার

  • Sarakhon Report
  • ০৯:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 109
সারাক্ষণ প্রতিবেদক
বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে এরইমধ্যে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অলংকার চৌধুরী। তিনি এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। এবার তাকে নাটকে ‘রোকেয়া’ চরিত্রে অনবদ্য অভিনয়ে দেখা গেছে। সম্প্রতি নাটকটি ইউটিউবে প্রকাশিত হবার পর ‘রোকেয়া’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।
 নাটকটি রচনা করেছেন সায়েম খান, পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান। নাটকের গল্পে দেখা যায় মা হারানো সংসারের অনেকটাই হাল ধরে রোকেয়া।
কিন্তু তার বাবা ও দুই ভাই বোনকেব নিয়ে নানান সমস্যার মুখোমুখি হয় রোকেয়া। গ্রামের বখাটে ছেলে ইমরুল তাকে নানানভাবে ত্যক্ত বিরক্ত করে।
একদিন গভীর রাতে ইমরুল রোকেয়াকে বিরক্ত করতে আসে। ঘটনার এক পর্যায়ে ইমরুলকে বটি দিয়ে খুন করতে বাধ্য হয় রোকেয়া। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রসংসিত হচ্ছেন অলংকার।
অলংকার বলেন,‘ এই ধরনের প্রতিবাদী চরিত্রে কাজ করতে ভীষণ ভালোলাগে আমার। পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে আমাকে এই ধরনের কাজ করার সুযোগ দিয়েছেন। আমি শুরু থেকেই চেষ্টা করে আসছি ভালো ভালো গল্পে কাজ করতে।
এখন সেই সুযোগটা অনায়াসে পাচ্ছি আমি। নির্মাতা ও প্রযোজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আগামীতেও এমন ভালো ভালো আরো বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।
নিজেকে একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।’ অলংকার চৌধুরী অভিনীত সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘জোসনার বিয়ে’, ‘ঘর বদল’,‘ কৃষ্ণপক্ষের রাত ছিলো’, ‘বউয়ের আবদার’, ‘কঠিন প্রেম’ ইত্যাদি।
এদিকে এবারই পরিণত বয়সে এসে অলংকার চৌধুরী প্রথম কোনো সিনেমাতে অভিনয় করলেন। সরকারী অনুদানে নির্মিত ‘মুক্তির ছোট গল্প’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল।
সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরইমধ্যে সিনেমার কাজ শেষ করেছেন অলংকার। ডাবিং-এর কাজও শেষ করেছেন  গতকাল এমনটাই জানালেন অলংকার।

জনপ্রিয় সংবাদ

উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প

‘রোকেয়া’রূপে অনন্য অলংকার

০৯:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে এরইমধ্যে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অলংকার চৌধুরী। তিনি এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। এবার তাকে নাটকে ‘রোকেয়া’ চরিত্রে অনবদ্য অভিনয়ে দেখা গেছে। সম্প্রতি নাটকটি ইউটিউবে প্রকাশিত হবার পর ‘রোকেয়া’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।
 নাটকটি রচনা করেছেন সায়েম খান, পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান। নাটকের গল্পে দেখা যায় মা হারানো সংসারের অনেকটাই হাল ধরে রোকেয়া।
কিন্তু তার বাবা ও দুই ভাই বোনকেব নিয়ে নানান সমস্যার মুখোমুখি হয় রোকেয়া। গ্রামের বখাটে ছেলে ইমরুল তাকে নানানভাবে ত্যক্ত বিরক্ত করে।
একদিন গভীর রাতে ইমরুল রোকেয়াকে বিরক্ত করতে আসে। ঘটনার এক পর্যায়ে ইমরুলকে বটি দিয়ে খুন করতে বাধ্য হয় রোকেয়া। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রসংসিত হচ্ছেন অলংকার।
অলংকার বলেন,‘ এই ধরনের প্রতিবাদী চরিত্রে কাজ করতে ভীষণ ভালোলাগে আমার। পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে আমাকে এই ধরনের কাজ করার সুযোগ দিয়েছেন। আমি শুরু থেকেই চেষ্টা করে আসছি ভালো ভালো গল্পে কাজ করতে।
এখন সেই সুযোগটা অনায়াসে পাচ্ছি আমি। নির্মাতা ও প্রযোজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আগামীতেও এমন ভালো ভালো আরো বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।
নিজেকে একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।’ অলংকার চৌধুরী অভিনীত সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘জোসনার বিয়ে’, ‘ঘর বদল’,‘ কৃষ্ণপক্ষের রাত ছিলো’, ‘বউয়ের আবদার’, ‘কঠিন প্রেম’ ইত্যাদি।
এদিকে এবারই পরিণত বয়সে এসে অলংকার চৌধুরী প্রথম কোনো সিনেমাতে অভিনয় করলেন। সরকারী অনুদানে নির্মিত ‘মুক্তির ছোট গল্প’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল।
সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরইমধ্যে সিনেমার কাজ শেষ করেছেন অলংকার। ডাবিং-এর কাজও শেষ করেছেন  গতকাল এমনটাই জানালেন অলংকার।