০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭)

  • Sarakhon Report
  • ০২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 104

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

সব নেতারই নেতৃত্ব দেয়ার ধরণ এক নয়।

যেমন জাহিদুল হাসন, তৃপ্তি দাশ ও আহমেদ কামাল- তিন জনে তিন ধরনের নেতৃত্বে বিশ্বাস করেন।  এখন প্রশ্ন আসবে সেরা নেতৃত্বের ধরন কোনটি?

 

বাস্তবে নেতৃত্বের ধরণ মোটা দাগে দুই ধরনের। এক, একক সিদ্ধান্ত নেয়া। দুই সিদ্ধান্তের ক্ষেত্রে সকলের মতামত নেয়া। তবে প্রকৃত নেতৃত্ব হলো, টিম বা দলকে দক্ষ করে তোলা। বিশেষ করে তাদের জ্ঞান বৃদ্ধি। তারা যেন কোন একটি বদ্ধ চিন্তার মধ্যে আটকে না থাকে। নেতার পাশের সকলেই যদি জ্ঞানের দিক থেকে বিকশিত হয় তাহলেই সেটা প্রকৃত নেতৃত্ব। এবং তখনই সাফল্য আসে।

একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলেই কর্মক্ষমতার প্রকাশ ঘটে।

কাউকে অনুপ্রানিত করার সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হলো, যাকে অনুপ্রানিত করবেন তিনি যেন বুঝতে পারেন শেষ অবধি তিনি কোথায় পৌঁছাবেন। প্রত্যেক ব্যক্তির লক্ষ্যগুলি স্পষ্টভাবে চিহ্নিত করতে হয় অথবা তাকে জানতে হয় কীভাবে সর্বোচ্চ ভালো কাজটি করতে হয়। এটা তাদেরকে বেশি কাজ করতে এবং নিজেকে সমৃদ্ধ করতে সহায়তা করে।

পারস্পারিক যোগাযোগটি তখনই সঠিক হয় যখন কেউ নিজেকে নিরাপদ মনে করে।

আপনার লোকেরা যেন বিশ্বাস করে, আপনি তাদের সঠিক ও ভালো পথটি দেখাচ্ছেন। তাদের কোন ক্ষতি আপনি করছেন না। বরং চেষ্টা করছেন যাতে তারা ক্যারিয়ারে বিজয়ী ও সফল হয়। যখন আপনি এমনটি করবেন তখন দেখবেন, আপনার প্রতিষ্ঠানের বা দলের সকলেই আপনাকে বিশ্বাস করে সব কিছু বলছে এবং শুনছে।

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭)

০২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

সব নেতারই নেতৃত্ব দেয়ার ধরণ এক নয়।

যেমন জাহিদুল হাসন, তৃপ্তি দাশ ও আহমেদ কামাল- তিন জনে তিন ধরনের নেতৃত্বে বিশ্বাস করেন।  এখন প্রশ্ন আসবে সেরা নেতৃত্বের ধরন কোনটি?

 

বাস্তবে নেতৃত্বের ধরণ মোটা দাগে দুই ধরনের। এক, একক সিদ্ধান্ত নেয়া। দুই সিদ্ধান্তের ক্ষেত্রে সকলের মতামত নেয়া। তবে প্রকৃত নেতৃত্ব হলো, টিম বা দলকে দক্ষ করে তোলা। বিশেষ করে তাদের জ্ঞান বৃদ্ধি। তারা যেন কোন একটি বদ্ধ চিন্তার মধ্যে আটকে না থাকে। নেতার পাশের সকলেই যদি জ্ঞানের দিক থেকে বিকশিত হয় তাহলেই সেটা প্রকৃত নেতৃত্ব। এবং তখনই সাফল্য আসে।

একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলেই কর্মক্ষমতার প্রকাশ ঘটে।

কাউকে অনুপ্রানিত করার সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হলো, যাকে অনুপ্রানিত করবেন তিনি যেন বুঝতে পারেন শেষ অবধি তিনি কোথায় পৌঁছাবেন। প্রত্যেক ব্যক্তির লক্ষ্যগুলি স্পষ্টভাবে চিহ্নিত করতে হয় অথবা তাকে জানতে হয় কীভাবে সর্বোচ্চ ভালো কাজটি করতে হয়। এটা তাদেরকে বেশি কাজ করতে এবং নিজেকে সমৃদ্ধ করতে সহায়তা করে।

পারস্পারিক যোগাযোগটি তখনই সঠিক হয় যখন কেউ নিজেকে নিরাপদ মনে করে।

আপনার লোকেরা যেন বিশ্বাস করে, আপনি তাদের সঠিক ও ভালো পথটি দেখাচ্ছেন। তাদের কোন ক্ষতি আপনি করছেন না। বরং চেষ্টা করছেন যাতে তারা ক্যারিয়ারে বিজয়ী ও সফল হয়। যখন আপনি এমনটি করবেন তখন দেখবেন, আপনার প্রতিষ্ঠানের বা দলের সকলেই আপনাকে বিশ্বাস করে সব কিছু বলছে এবং শুনছে।