০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

নাটকেও অভিনয় করেছেন লুইপা

  • Sarakhon Report
  • ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • 63

সারাক্ষণ প্রতবিদেক

জিনিয়া জাফরিন লুইপা। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। তার কন্ঠের মাধুর্যতা শ্রোতা দর্শককে সঙ্গীতাঙ্গনে তার শুভারম্ভের শুরু থেকেই মুগ্ধ করে আসছে।

বগুড়ার মেয়ে লুইপার গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরু ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতার মধ্যদিয়ে। যদিও বা সেই প্রতিযোগিতা থেকে বলা যায় তিনি বাদই পড়ে গিয়েছিলেন।

কিন্তু সেই মুহুর্তে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়ে আবারো প্রতিযোগিতায় নিজের নাম বেশ গৌরবের সাথে যুক্ত করতে সক্ষম হন।

পরবর্তীতে তিনি সেরা দশে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন। ২০১০ সালেই এই বিস্ময়কর কন্ঠে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা দর্শক। পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরুর বেশ কয়েক বছর পর সেই রুনা লায়লাই একদিন তার গান শুনে আবারো মুগ্ধ হন।

২০১৭ সালে বেগম আখতারের গাওয়ায় ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ করেছিলেন লুইপা। লুইপার কন্ঠে এই গান শুনেই আবারো মুগ্ধ হয়েছিলেন রুনা লায়লা।

যে কারণে পরবর্তীতে রুনা লায়লারই সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গাইবার সুযোগ পান লুইপা, যা তার সঙ্গীত জীবনে অনন্য অর্জন হিসেবেই দেখেন লুইপা।

তবে গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরুর আগে লুইপা অভিনয়ও করেছিলেন। নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি।

বিশেষত বাংলাদেশের কিংবদন্তী নাট্য পরিচালক আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সারওয়ার উল ইসলামের রচনায় ও আতিকুল হক চৌধুরীর পরিচালনায় লুইপা ‘বৃষ্টি বালিকা’ নাটকে অভিনয় করেছিলেন।

এই নাটকে প্রতিমা চরিত্রে লুইপা চমৎকার অভিনয় করেছিলেন। প্রতিমা চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছিলেন। শুধু তাই নয় গিয়াস উদ্দিন সেলিমের ‘পালিয়ে বিয়ে’ নাটকেও অভিনয় করেছিলেন তিনি।

যদি অভিনয়েও নিয়মিত থাকতেন লুইপা, তবে হয়তো বাংলাদেশের নাট্যাঙ্গন আরো একজন মেধাবী অভিনেত্রীই পেতো। এদিকে আজ লুইপার জন্মদিন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

লুইপা বলেন,‘ আমার পরম সৌভাগ্য হয়েছিলো যে আমি বাংলাদেশের প্রতিথযশা কিংবদন্তী পরিচালক আতিকুল হক চৌধুরী স্যারের নির্দেশনায় অভিনয় করেছিলাম। যখন অভিনয় করি তখন আসলে তাঁর সম্পর্কে এতো বিষদ জানার সুযোগও ছিলোনা আমার।

কিন্তু পরবর্তীতে জানতে পেরে বেশ গর্ব অনুভব করেছি। সত্যি বলতে কী অভিনয়টা শখের বশেই করেছিলাম। মনেপ্রাণেতো আমি একজন গায়িকাই হতে চেয়েছিলাম, আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণও করেছেন। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটায় দ্রুত শান্তি ফিরে আসুক।’ ছোটবেলা থেকে লুইপা গান শিখেছেন এস এম বেলাল হোসেন, মোঃ রেজওয়ানুল ইসলাম ও আব্দুল মজিদের কাছে।

জনপ্রিয় সংবাদ

গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন

নাটকেও অভিনয় করেছেন লুইপা

০৯:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতবিদেক

জিনিয়া জাফরিন লুইপা। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। তার কন্ঠের মাধুর্যতা শ্রোতা দর্শককে সঙ্গীতাঙ্গনে তার শুভারম্ভের শুরু থেকেই মুগ্ধ করে আসছে।

বগুড়ার মেয়ে লুইপার গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরু ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতার মধ্যদিয়ে। যদিও বা সেই প্রতিযোগিতা থেকে বলা যায় তিনি বাদই পড়ে গিয়েছিলেন।

কিন্তু সেই মুহুর্তে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়ে আবারো প্রতিযোগিতায় নিজের নাম বেশ গৌরবের সাথে যুক্ত করতে সক্ষম হন।

পরবর্তীতে তিনি সেরা দশে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন। ২০১০ সালেই এই বিস্ময়কর কন্ঠে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা দর্শক। পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরুর বেশ কয়েক বছর পর সেই রুনা লায়লাই একদিন তার গান শুনে আবারো মুগ্ধ হন।

২০১৭ সালে বেগম আখতারের গাওয়ায় ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ করেছিলেন লুইপা। লুইপার কন্ঠে এই গান শুনেই আবারো মুগ্ধ হয়েছিলেন রুনা লায়লা।

যে কারণে পরবর্তীতে রুনা লায়লারই সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গাইবার সুযোগ পান লুইপা, যা তার সঙ্গীত জীবনে অনন্য অর্জন হিসেবেই দেখেন লুইপা।

তবে গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরুর আগে লুইপা অভিনয়ও করেছিলেন। নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি।

বিশেষত বাংলাদেশের কিংবদন্তী নাট্য পরিচালক আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সারওয়ার উল ইসলামের রচনায় ও আতিকুল হক চৌধুরীর পরিচালনায় লুইপা ‘বৃষ্টি বালিকা’ নাটকে অভিনয় করেছিলেন।

এই নাটকে প্রতিমা চরিত্রে লুইপা চমৎকার অভিনয় করেছিলেন। প্রতিমা চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছিলেন। শুধু তাই নয় গিয়াস উদ্দিন সেলিমের ‘পালিয়ে বিয়ে’ নাটকেও অভিনয় করেছিলেন তিনি।

যদি অভিনয়েও নিয়মিত থাকতেন লুইপা, তবে হয়তো বাংলাদেশের নাট্যাঙ্গন আরো একজন মেধাবী অভিনেত্রীই পেতো। এদিকে আজ লুইপার জন্মদিন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

লুইপা বলেন,‘ আমার পরম সৌভাগ্য হয়েছিলো যে আমি বাংলাদেশের প্রতিথযশা কিংবদন্তী পরিচালক আতিকুল হক চৌধুরী স্যারের নির্দেশনায় অভিনয় করেছিলাম। যখন অভিনয় করি তখন আসলে তাঁর সম্পর্কে এতো বিষদ জানার সুযোগও ছিলোনা আমার।

কিন্তু পরবর্তীতে জানতে পেরে বেশ গর্ব অনুভব করেছি। সত্যি বলতে কী অভিনয়টা শখের বশেই করেছিলাম। মনেপ্রাণেতো আমি একজন গায়িকাই হতে চেয়েছিলাম, আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণও করেছেন। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটায় দ্রুত শান্তি ফিরে আসুক।’ ছোটবেলা থেকে লুইপা গান শিখেছেন এস এম বেলাল হোসেন, মোঃ রেজওয়ানুল ইসলাম ও আব্দুল মজিদের কাছে।