সারাক্ষণ প্রতিবেদক
হালের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। বিশেষ দিবসগুলোতে বছরজুড়েই হাজির হন বৈচিত্রময় গল্প ও চরিত্রে। অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে এবারও আলোচনায় ছাত্র রাজনীতি নিয়ে নির্মিত ‘অবুঝ পাখি’ নাটকে অভিনয় করে। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। নাটকটি ইউটিউবে প্রকাশ পাবার পর অভূতপূর্ব সাড়া পাচ্ছেন নীহা।

নীহা বলেন, ‘বিষয়টি বিস্ময়কর সাফল্য বলে মনে করি। দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ। বিশেষত আমার যারা ভক্ত দর্শক তারা আমার একটি নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই নাটকটিও হয়তো আরো কিছুদিন আগেই প্রকাশ পেতো। কিন্তু ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে দেশের অনেকাংশজুড়ে বন্যা-এসব পরিস্থিতি বিবেচনা করে নাটকটির প্রকাশ পিছিয়ে যায়।
ইয়াশ রোহান ভাইয়ার সথে এইটা প্রথম কাজ ছিলো। সবমিলিয়ে কাজটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আগামীতেও এমন ভালো ভালো গল্পের নাটকই দর্শককে উপহার দিতে চাই।’ নীহার প্রথম নাটক ছিলো প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ সেমিস্টার’। জনপ্রিয় এই অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘অনুরাগ’,‘ লাভ রেইন’,‘ একবার বলো ভালোবাসি’,‘ সুইট প্রবলেম’, ‘এখন যখন’,‘ মাই ডিয়ার লিডার’,‘ হৃদয়ে হৃদয়’।
Sarakhon Report 

















