সারাক্ষণ ডেস্ক
আজ ৭ই সেপ্টেম্বর ২০২৪, জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়েছে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন’ এবং ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল’ এর যৌথ উদ্যোগে, এসএস গ্রুপ প্রেজেন্টস “দেশসেবা লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান অনুষ্ঠান।
এই বিশেষ আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪টি জনসেবামূলক প্রতিষ্ঠান এবং ৫৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়েছে তাদের ট্রাফিক ম্যানেজমেন্ট ও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ, শিশু খাদ্য ও মেডিকেল সামগ্রী প্রদানে কার্যক্রম করার জন্য। তারা সমাজের জন্য উদাহরণ তৈরি করেছেন এবং তাদের নিরলস প্রচেষ্টা দেশের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গেস্ট অব ওনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তরুণ প্রজন্মের মাধ্যমেই ভবিষ্যতে দেশটা হবে বৈষম্যহীন সমাজ, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং আমরা যে কর্তৃত্ববাদের পরাজয় দেখলাম, তার মূলে ছিল দুর্নীতি ও দুঃশাসন। জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়াই ছিল তাদের উদ্দেশ্য। যেখানে জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না। ছিল প্রশাসনে দলীয়করণ ও পরিবারতন্ত্রের ছড়াছড়ি। আর এগুলোর প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের চড়াই–উতরাই পার হতে হয়েছে। আর এসবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল।’
এছাড়া উপস্থিত ছিলেন সনামধন্য অর্থনীতিবিদ এবং সুজনের প্রতিষ্ঠা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং লুটন যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির সেক্রেটারী ড. ডেভিড চিজম্যান ভিডিও বার্তার মাধ্যমে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন স্বনামধন্য বক্তা ও মিডিয়া ব্যাক্তিত্ব জনাব ড. জামিল আহমেদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের জয়েন্ট সেক্রেটারী জনাম মিজান রহমান।
অনুষ্ঠানটি ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্মানিতদের অভিনন্দন জানিয়েছেন এবং দেশের সেবামূলক কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
প্রধান আয়োজক এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব এম. সাফাক হোসেন তার বক্তব্যে জানান, “আমাদের লক্ষ্য হল দেশের সেবায় নিয়োজিত মানুষদের স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করা যাতে আরও বড় পরিসরে তারা সমাজসেবা চালিয়ে যেতে পারে।” এছাড়া যৌথ আয়োজক Public Speaking Official-এর প্রতিষ্ঠাতা জনাব সোলায়মান আহমেদ জিসান উল্লেখ করেন, “এই ধরনের সম্মাননা আমাদের ভবিষ্যতের জন্য নতুন নেতা তৈরিতে সহায়ক হবে।”
এই ধরনের উদ্যোগে H & H Foundation এবং Public Speaking Official এর অবদান দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাবে আগামী ভবিষ্যতেও। ‘এইচ এন্ড এইচ ফাউন্ডেশন একটি অলাভজনক বাংলাদেশ সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান, ‘পাবলিক স্পিকিং অফিসিয়াল’ একটি প্রশিক্ষণ সেবাদানকারী প্রতিষ্ঠান।