সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর একটি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান আজ (২৫ সেপ্টেম্বর )বিমানটির কারিগরি পরিদর্শনের লক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা হতে চেক প্রজাতন্ত্রের উদ্দেশ্যে গমন করে।
বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক ও ক্রুগণের সমন্বয়ে ৯ সদস্যের একটি কারিগরি দল বিমানটি নিয়ে ফেরি মিশনের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ অতিক্রম করে চেক প্রজাতন্ত্রে পৌছাবে।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বৈমানিক ও ক্রুগণ-কে বিদায় জানান। , L-410 বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ, পরিবহন ও বিভিন্ন অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।