নড়াইলের কালিয়া উপজেলায় একটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার ছোট কালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে বর্তমানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিশুর পরিচয়
আহত শিক্ষার্থীর নাম মো. আলিফ মোল্লা। তিনি প্রবাসী রাচ্ছু মোল্লার ছেলে। তাদের বাড়ি জয়নাগার গ্রামে। ছোট কালিয়া এলাকায় কাওছার মোল্লার বাড়িতে ভাড়া থেকে পরিবারটি বসবাস করে।
বিস্ফোরণের পেছনের ঘটনা
আলিফের মা সাথী বেগম জানান, অজ্ঞাত এক ব্যক্তি তাদের প্রতিবেশী রানু বেগমের বাগানে একটি বাজারের ব্যাগ রেখে যায়। পরে রানু বেগম ব্যাগটি পাশের আরেকটি বাগানে সরিয়ে রাখেন। ওই ব্যাগের ভেতরেই ছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি।
তিনি আরও বলেন, সকাল প্রায় ১১টার দিকে রানু বেগমের ছেলে আলিফকে ব্যাগটি দেখাতে ডাকে। ব্যাগের ভেতরে লাল রঙের বোমার মতো একটি বস্তু দেখে আলিফ সেটি তুলতে যায় এবং এর সঙ্গে লাগানো একটি সুতা টান দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আলিফ গুরুতরভাবে আহত হয়।

চিকিৎসা ও কর্তৃপক্ষের বক্তব্য
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরিত বস্তুটি আগুন ধরে যায় এবং সেখান থেকে কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ডিভাইসটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
সারাক্ষণ রিপোর্ট 



















