১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ইসলামী ব্যাংকে এক হাজার প্রশিক্ষণ সহকারী কর্মকর্তার বরণ শীর্ষ উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান অর্থনৈতিক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরানে বিপ্লবী গার্ডের এক স্বেচ্ছাসেবক নিহত সঞ্চয়পত্রের সুদ কমলো, নতুন বছরে সংকটে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তরা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১২)

  • Sarakhon Report
  • ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • 157

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

 

 

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

কাজকে ভালোবাসতে শিখুন

যে কোন কাজে সফল হবার প্রথম, প্রথম এবং শেষ পথ হলো কাজকে ভালোবাসতে শিখতে হবে। পৃথিবীর যে কোন মহান কাজ সম্পন্ন হয়েছে একমাত্র ভালোবাসার দ্বারা। হিমালয় জয় থেকে মহাকাশ জয় পর্যন্ত সবই সম্ভব হয়েছে নিজের জীবনকে তুচ্ছ করে কাজকে ভালোবেসে। এমনকি কোন রাষ্ট্র বিপ্লবও তখন্ সফল হয় যখন ওই বিপ্লবের কাজকে নিজের জীবনের থেকে বিপ্লবের কর্মীরা বেশি ভালোবাসে। তাই যে কোন নেতার প্রধানগুন হবে কাজকে আনন্দের সঙ্গে ভালোবাসা।

 

সুন্দর একটি স্বপ্ন নিয়ে এগুলেই সুন্দর ভবিষ্যত গড়া যায়

 

একটি সুন্দর ভবিষ্যত গড়ার মুল চাবিকাঠি হলো সুন্দর একটি স্বপ্ন দেখা এবং ওই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যে সাহস ও ধৈর্য্য নিয়ে এগিয়ে যাওয়া। সাহসী দৃষ্টিভঙ্গিই মানুষের আকাঙ্খাগুলো পূরনের পথে এগিয়ে নিতে সব সময় সাহায্য করে। আর সেই আকাঙ্খা পুরণের মধ্য দিয়েই গড়ে ওঠে সুন্দর ভবিষ্যত।

এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা

 

কোন কিছু শুরু করার প্রথম পদক্ষেপটিই হলো ওই উদ্যোগের গুরুত্বপূর্ণ কাজটি। কোন কিছু একবার চলতে শুরু করলে তা এগুতেই থাকে। তাই এগিয়ে যাবার প্রথম শর্ত শুরু করা আর তার সঙ্গে যোগ করতে হয় নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে অবিরাম এগিয়ে চলার চেষ্টাকে যোগ করা।

জনপ্রিয় সংবাদ

সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১২)

০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

 

 

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

কাজকে ভালোবাসতে শিখুন

যে কোন কাজে সফল হবার প্রথম, প্রথম এবং শেষ পথ হলো কাজকে ভালোবাসতে শিখতে হবে। পৃথিবীর যে কোন মহান কাজ সম্পন্ন হয়েছে একমাত্র ভালোবাসার দ্বারা। হিমালয় জয় থেকে মহাকাশ জয় পর্যন্ত সবই সম্ভব হয়েছে নিজের জীবনকে তুচ্ছ করে কাজকে ভালোবেসে। এমনকি কোন রাষ্ট্র বিপ্লবও তখন্ সফল হয় যখন ওই বিপ্লবের কাজকে নিজের জীবনের থেকে বিপ্লবের কর্মীরা বেশি ভালোবাসে। তাই যে কোন নেতার প্রধানগুন হবে কাজকে আনন্দের সঙ্গে ভালোবাসা।

 

সুন্দর একটি স্বপ্ন নিয়ে এগুলেই সুন্দর ভবিষ্যত গড়া যায়

 

একটি সুন্দর ভবিষ্যত গড়ার মুল চাবিকাঠি হলো সুন্দর একটি স্বপ্ন দেখা এবং ওই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যে সাহস ও ধৈর্য্য নিয়ে এগিয়ে যাওয়া। সাহসী দৃষ্টিভঙ্গিই মানুষের আকাঙ্খাগুলো পূরনের পথে এগিয়ে নিতে সব সময় সাহায্য করে। আর সেই আকাঙ্খা পুরণের মধ্য দিয়েই গড়ে ওঠে সুন্দর ভবিষ্যত।

এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা

 

কোন কিছু শুরু করার প্রথম পদক্ষেপটিই হলো ওই উদ্যোগের গুরুত্বপূর্ণ কাজটি। কোন কিছু একবার চলতে শুরু করলে তা এগুতেই থাকে। তাই এগিয়ে যাবার প্রথম শর্ত শুরু করা আর তার সঙ্গে যোগ করতে হয় নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে অবিরাম এগিয়ে চলার চেষ্টাকে যোগ করা।