০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ফিলিপাইনের পর ভিয়েতনামে আঘাত কালমেগির, জলবায়ু আলোচনায় নতুন চাপ K-pop ব্যান্ড NEWBEAT-এর “LOUDER THAN EVER”: একটি নতুন পথচলা কাঁকড়ায় ভরা দ্বীপে গুগলের নতুন প্রকল্প, সামরিক ঘাঁটি নয় দাবি কোম্পানির প্রশান্ত মহাসাগরের দূরবর্তী দ্বীপে দুর্লভ খনিজে যুক্তরাষ্ট্র–জাপানের যৌথ অভিযান TVXQ!’s U-Know Opens Up with New Solo Album ‘I-KNOW’ টেস্টোস্টেরন থেরাপিতে নারীদের পুনরুদ্ধারিত কামনা ও অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নেপালে ৭ জন ইতালীয় পর্বতারোহী নিখোঁজ, তুষারধসের শিকার ইসরায়েলকে ফেরত দেওয়া হলো আরও এক জিম্মির দেহাবশেষ, গাজায় নতুন করে সহিংসতা টয়োটা, হোন্ডা ভারতে গাড়ি উৎপাদন হাব হিসেবে রূপান্তর করছে, চীন থেকে পিভট

পেশোয়ার ডাইনে ইফতারি করতে পারবে ১২০ জন

  • Sarakhon Report
  • ০৫:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • 68

শিবলী  আহম্মেদ সুজন

সপ্তাহের প্রথম দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।  যানজট পেরিয়ে গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের পেশোয়ার ডাইনে ঢুকতে সালাম দিয়ে এগিয়ে আসেন স্টাফ মোঃ সাব্বির । তার সাথে কথা বলে জানা যায়, এই রেষ্টুরেন্টে ১২০ জনের ইফতারির  করার সু-ব্যবস্থা রয়েছে । ভিতরে মন মুগ্ধকর পরিবেশ । সবকিছু বেশ সাজানো-গোছানো । প্রতিটি টেবিলে রয়েছে পানির বোতল , গ্লাস , আর টিস্যু পেপার। দেওয়ালে রয়েছে অনিন্দ্য দেশী-বিদেশী পেইন্টিং। ভিতরে অনেকটাই ঘরোয়া পরিবেশ বলে আপন আপন মনে হলো।

 

পেশোয়ার ডাইনের স্টাফরা

 

পেশোয়ার ডাইনের এসিস্ট্যান্ট  ম্যানেজার মোঃ মুশফিকুর এর সাথে আলাপচারিতায় আরো অনেক তথ্য পাওয়া গেল-

বেচা-কেনা কেমন হচ্ছে , এ প্রশ্নের উওরে তিনি জানান; আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ।

সেহেরির কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই তবে রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে ।

ইফতারি করার ব্যবস্থা আছে কি , এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ১২০ জনের ইফতারি করার সু-ব্যবস্থা রয়েছে।

কোন বয়সী ক্রেতারা সবচেয়ে বেশি ইফতারি কিনতে আসে ?

তরুণ ও মধ্যে বয়স থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা ইফতারি কিনে থাকে, যোগ করেন তিনি ।

পেশোয়ার ডাইনে ইফতারির যেসকল খাবার আইটেম সচরাচর পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে-

১) রেশমি জিলাপী (ঘি ভাজা) প্রতিকেজি ৬০০ টাকা ।

২) রেসমি জিলাপী রেগুলার  প্রতিকেজি ৫০০ টাকা ।

৩) শাহী জিলাপী  প্রতিকেজি ৫০০ টাকা ।

 

 

৪) বুরিন্দা প্রতিকেজি  ৪৫০ টাকা ।

৫) বিফ হালিম ( হাফ/ ফুল) কেজি ৩০০/৫০০ টাকা ।

৬) মাটন হালিম ( হাফ/ফুল) কেজি ৩৫০/৬৫০ টাকা।

৭) দই বড়া  ১ পিছ  ১১০ টাকা ।

 

৮) সবজি স্প্রিং রোল ৩০ টাকা ।

৯) চিকেন শাশলিক ১ পিছ ১৫০ টাকা ।

১০ ) ডিমের আলু চপ ৫০ টাকা ।

 

 

১১) আলু চপ ১ পিছ ২০ টাকা ।

১২) পিয়াজু.১ পিছ ২০ টাকা ।

১৩) বেগুনি ১ পিছ ২০ টাকা ।

রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান ২ নম্বরে অবস্থিত এই রেষ্টুরেন্টটি  খুঁজে বের করা খুব কঠিন নয় । এটি গুলশান-২  এর ৪৬ নম্বর রোডে অবস্থিত।  ঠিকানাঃহাউজ#৩৩,রোড#৪৬,গুলশান চত্ত্বর, গুলশান-২ ,ঢাকা ।

 

জনপ্রিয় সংবাদ

ফিলিপাইনের পর ভিয়েতনামে আঘাত কালমেগির, জলবায়ু আলোচনায় নতুন চাপ

পেশোয়ার ডাইনে ইফতারি করতে পারবে ১২০ জন

০৫:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

শিবলী  আহম্মেদ সুজন

সপ্তাহের প্রথম দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।  যানজট পেরিয়ে গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের পেশোয়ার ডাইনে ঢুকতে সালাম দিয়ে এগিয়ে আসেন স্টাফ মোঃ সাব্বির । তার সাথে কথা বলে জানা যায়, এই রেষ্টুরেন্টে ১২০ জনের ইফতারির  করার সু-ব্যবস্থা রয়েছে । ভিতরে মন মুগ্ধকর পরিবেশ । সবকিছু বেশ সাজানো-গোছানো । প্রতিটি টেবিলে রয়েছে পানির বোতল , গ্লাস , আর টিস্যু পেপার। দেওয়ালে রয়েছে অনিন্দ্য দেশী-বিদেশী পেইন্টিং। ভিতরে অনেকটাই ঘরোয়া পরিবেশ বলে আপন আপন মনে হলো।

 

পেশোয়ার ডাইনের স্টাফরা

 

পেশোয়ার ডাইনের এসিস্ট্যান্ট  ম্যানেজার মোঃ মুশফিকুর এর সাথে আলাপচারিতায় আরো অনেক তথ্য পাওয়া গেল-

বেচা-কেনা কেমন হচ্ছে , এ প্রশ্নের উওরে তিনি জানান; আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ।

সেহেরির কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই তবে রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে ।

ইফতারি করার ব্যবস্থা আছে কি , এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ১২০ জনের ইফতারি করার সু-ব্যবস্থা রয়েছে।

কোন বয়সী ক্রেতারা সবচেয়ে বেশি ইফতারি কিনতে আসে ?

তরুণ ও মধ্যে বয়স থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা ইফতারি কিনে থাকে, যোগ করেন তিনি ।

পেশোয়ার ডাইনে ইফতারির যেসকল খাবার আইটেম সচরাচর পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে-

১) রেশমি জিলাপী (ঘি ভাজা) প্রতিকেজি ৬০০ টাকা ।

২) রেসমি জিলাপী রেগুলার  প্রতিকেজি ৫০০ টাকা ।

৩) শাহী জিলাপী  প্রতিকেজি ৫০০ টাকা ।

 

 

৪) বুরিন্দা প্রতিকেজি  ৪৫০ টাকা ।

৫) বিফ হালিম ( হাফ/ ফুল) কেজি ৩০০/৫০০ টাকা ।

৬) মাটন হালিম ( হাফ/ফুল) কেজি ৩৫০/৬৫০ টাকা।

৭) দই বড়া  ১ পিছ  ১১০ টাকা ।

 

৮) সবজি স্প্রিং রোল ৩০ টাকা ।

৯) চিকেন শাশলিক ১ পিছ ১৫০ টাকা ।

১০ ) ডিমের আলু চপ ৫০ টাকা ।

 

 

১১) আলু চপ ১ পিছ ২০ টাকা ।

১২) পিয়াজু.১ পিছ ২০ টাকা ।

১৩) বেগুনি ১ পিছ ২০ টাকা ।

রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান ২ নম্বরে অবস্থিত এই রেষ্টুরেন্টটি  খুঁজে বের করা খুব কঠিন নয় । এটি গুলশান-২  এর ৪৬ নম্বর রোডে অবস্থিত।  ঠিকানাঃহাউজ#৩৩,রোড#৪৬,গুলশান চত্ত্বর, গুলশান-২ ,ঢাকা ।