১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ইসলামী ব্যাংকে এক হাজার প্রশিক্ষণ সহকারী কর্মকর্তার বরণ শীর্ষ উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান অর্থনৈতিক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরানে বিপ্লবী গার্ডের এক স্বেচ্ছাসেবক নিহত সঞ্চয়পত্রের সুদ কমলো, নতুন বছরে সংকটে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তরা

পেশোয়ার ডাইনে ইফতারি করতে পারবে ১২০ জন

  • Sarakhon Report
  • ০৫:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • 120

শিবলী  আহম্মেদ সুজন

সপ্তাহের প্রথম দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।  যানজট পেরিয়ে গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের পেশোয়ার ডাইনে ঢুকতে সালাম দিয়ে এগিয়ে আসেন স্টাফ মোঃ সাব্বির । তার সাথে কথা বলে জানা যায়, এই রেষ্টুরেন্টে ১২০ জনের ইফতারির  করার সু-ব্যবস্থা রয়েছে । ভিতরে মন মুগ্ধকর পরিবেশ । সবকিছু বেশ সাজানো-গোছানো । প্রতিটি টেবিলে রয়েছে পানির বোতল , গ্লাস , আর টিস্যু পেপার। দেওয়ালে রয়েছে অনিন্দ্য দেশী-বিদেশী পেইন্টিং। ভিতরে অনেকটাই ঘরোয়া পরিবেশ বলে আপন আপন মনে হলো।

 

পেশোয়ার ডাইনের স্টাফরা

 

পেশোয়ার ডাইনের এসিস্ট্যান্ট  ম্যানেজার মোঃ মুশফিকুর এর সাথে আলাপচারিতায় আরো অনেক তথ্য পাওয়া গেল-

বেচা-কেনা কেমন হচ্ছে , এ প্রশ্নের উওরে তিনি জানান; আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ।

সেহেরির কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই তবে রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে ।

ইফতারি করার ব্যবস্থা আছে কি , এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ১২০ জনের ইফতারি করার সু-ব্যবস্থা রয়েছে।

কোন বয়সী ক্রেতারা সবচেয়ে বেশি ইফতারি কিনতে আসে ?

তরুণ ও মধ্যে বয়স থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা ইফতারি কিনে থাকে, যোগ করেন তিনি ।

পেশোয়ার ডাইনে ইফতারির যেসকল খাবার আইটেম সচরাচর পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে-

১) রেশমি জিলাপী (ঘি ভাজা) প্রতিকেজি ৬০০ টাকা ।

২) রেসমি জিলাপী রেগুলার  প্রতিকেজি ৫০০ টাকা ।

৩) শাহী জিলাপী  প্রতিকেজি ৫০০ টাকা ।

 

 

৪) বুরিন্দা প্রতিকেজি  ৪৫০ টাকা ।

৫) বিফ হালিম ( হাফ/ ফুল) কেজি ৩০০/৫০০ টাকা ।

৬) মাটন হালিম ( হাফ/ফুল) কেজি ৩৫০/৬৫০ টাকা।

৭) দই বড়া  ১ পিছ  ১১০ টাকা ।

 

৮) সবজি স্প্রিং রোল ৩০ টাকা ।

৯) চিকেন শাশলিক ১ পিছ ১৫০ টাকা ।

১০ ) ডিমের আলু চপ ৫০ টাকা ।

 

 

১১) আলু চপ ১ পিছ ২০ টাকা ।

১২) পিয়াজু.১ পিছ ২০ টাকা ।

১৩) বেগুনি ১ পিছ ২০ টাকা ।

রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান ২ নম্বরে অবস্থিত এই রেষ্টুরেন্টটি  খুঁজে বের করা খুব কঠিন নয় । এটি গুলশান-২  এর ৪৬ নম্বর রোডে অবস্থিত।  ঠিকানাঃহাউজ#৩৩,রোড#৪৬,গুলশান চত্ত্বর, গুলশান-২ ,ঢাকা ।

 

জনপ্রিয় সংবাদ

সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার

পেশোয়ার ডাইনে ইফতারি করতে পারবে ১২০ জন

০৫:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

শিবলী  আহম্মেদ সুজন

সপ্তাহের প্রথম দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।  যানজট পেরিয়ে গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের পেশোয়ার ডাইনে ঢুকতে সালাম দিয়ে এগিয়ে আসেন স্টাফ মোঃ সাব্বির । তার সাথে কথা বলে জানা যায়, এই রেষ্টুরেন্টে ১২০ জনের ইফতারির  করার সু-ব্যবস্থা রয়েছে । ভিতরে মন মুগ্ধকর পরিবেশ । সবকিছু বেশ সাজানো-গোছানো । প্রতিটি টেবিলে রয়েছে পানির বোতল , গ্লাস , আর টিস্যু পেপার। দেওয়ালে রয়েছে অনিন্দ্য দেশী-বিদেশী পেইন্টিং। ভিতরে অনেকটাই ঘরোয়া পরিবেশ বলে আপন আপন মনে হলো।

 

পেশোয়ার ডাইনের স্টাফরা

 

পেশোয়ার ডাইনের এসিস্ট্যান্ট  ম্যানেজার মোঃ মুশফিকুর এর সাথে আলাপচারিতায় আরো অনেক তথ্য পাওয়া গেল-

বেচা-কেনা কেমন হচ্ছে , এ প্রশ্নের উওরে তিনি জানান; আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ।

সেহেরির কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই তবে রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে ।

ইফতারি করার ব্যবস্থা আছে কি , এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে ১২০ জনের ইফতারি করার সু-ব্যবস্থা রয়েছে।

কোন বয়সী ক্রেতারা সবচেয়ে বেশি ইফতারি কিনতে আসে ?

তরুণ ও মধ্যে বয়স থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা ইফতারি কিনে থাকে, যোগ করেন তিনি ।

পেশোয়ার ডাইনে ইফতারির যেসকল খাবার আইটেম সচরাচর পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে-

১) রেশমি জিলাপী (ঘি ভাজা) প্রতিকেজি ৬০০ টাকা ।

২) রেসমি জিলাপী রেগুলার  প্রতিকেজি ৫০০ টাকা ।

৩) শাহী জিলাপী  প্রতিকেজি ৫০০ টাকা ।

 

 

৪) বুরিন্দা প্রতিকেজি  ৪৫০ টাকা ।

৫) বিফ হালিম ( হাফ/ ফুল) কেজি ৩০০/৫০০ টাকা ।

৬) মাটন হালিম ( হাফ/ফুল) কেজি ৩৫০/৬৫০ টাকা।

৭) দই বড়া  ১ পিছ  ১১০ টাকা ।

 

৮) সবজি স্প্রিং রোল ৩০ টাকা ।

৯) চিকেন শাশলিক ১ পিছ ১৫০ টাকা ।

১০ ) ডিমের আলু চপ ৫০ টাকা ।

 

 

১১) আলু চপ ১ পিছ ২০ টাকা ।

১২) পিয়াজু.১ পিছ ২০ টাকা ।

১৩) বেগুনি ১ পিছ ২০ টাকা ।

রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান ২ নম্বরে অবস্থিত এই রেষ্টুরেন্টটি  খুঁজে বের করা খুব কঠিন নয় । এটি গুলশান-২  এর ৪৬ নম্বর রোডে অবস্থিত।  ঠিকানাঃহাউজ#৩৩,রোড#৪৬,গুলশান চত্ত্বর, গুলশান-২ ,ঢাকা ।