মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে থাকেন।
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন।
গতকাল আইপিএলে চেন্নাই সুপার কিংসে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত পার্ফমেন্স করেন ‘দ্য’ ফিজ ।

প্রথম ১০ বলে ৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ফিজ । ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপে শুরুর তিনজন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও রজত পাতিদার এবং পাঁচে নামা ক্যামেরুন গ্রিন।

তার অভিষেক হয়েছিল ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশাহারা করে তোলা মোস্তাফিজ ফিরে এসেছেন।

চেন্নাইয়ের ২২ গজে ‘দ্য ফিজ’ কাল রাতে সেটাই করেছেন। পিচের সহায়তা কাজে লাগিয়ে বৈচিত্র্যময় বোলিং করে গেছেন; কখনো স্লোয়ার, কখনো সেই দুর্বোধ্য কাটার।
চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ।
Sarakhon Report 



















