
ক্রমশঃ প্রকৃতির পরিবর্তন ঘটতে শুরু করল। আগে যেটা ছিল হিম অঞ্চল সেটা হয়ে গেল উষ্ণ অঞ্চল; আগে যেটা ছিল আর্দ্র অঞ্চল সেটা হয়ে গেল শুষ্ক অঞ্চল। কোনো কোনো বনাঞ্চল পুড়ে খাক হয়ে গেল; আবার কোথাও দেখা দিল বিস্তীর্ণ ও ঘন তৃণভূমি। কোনো কোনো ভূমিভাগ সমুদ্র এসে গ্রাস করল; আবার কোথাও সমুদ্র তার নিজস্থান থেকে সরে গিয়ে রেখে গেল ধবধবে সাদা বিরাট লোনাজমি।

যুগযুগান্তকাল ধরে রহস্যময়ী প্রকৃতির খেয়ালে জীবজন্তুদের স্বাভাবিক আবাস বিপর্যয়ের মুখে পড়ল এবং তাদের অনেকের বেঁচে থাকা দায় হয়ে উঠল।
Sarakhon Report 



















