ম্যাকসিম গোর্কী
পঁচিশ
“ডস্টইয়েফস্কি একটি উন্মাদ চরিত্রের বর্ণনা করেছেন এই ব’লে যে, লোকটি এমন একটি আদর্শের সেবা করেছে, যে আদর্শে সে বিন্দুমাত্র বিশ্বাস করে নি; তাই সে বেঁচে রইলো এবং নিজের ওপর প্রতিশোধ নিলো। ডস্টইয়েভস্কি এই কথাটা তাঁর নিজের সম্বন্ধেই বলেছিলেন, অর্থাৎ, ওই কথাটা নিজের সম্বন্ধেও বলতে পারতেন।”
ছাব্বিশ
“গির্জায় প্রচলিত অনেক কথা এমন অস্পষ্ট যে বিস্মিত হ’তে হয়। যেমন, এই কথাগুলোর মধ্যে কি মানে থাকতে পারে: পৃথিবী হোলো ভগবানের এবং তাঁর পূর্ণতার? এ তো আর পবিত্র শাস্ত্র হোলো না, হোলো জনপ্রিয় বৈজ্ঞানিক বস্তুবাদ।”
“কিন্তু আপনি কোথাও যেন ওই কথাগুলির ব্যাখ্যা দিয়েছিলেন।” সুলার বললো।
“সব জিনিষেরই তো ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু ব্যাখ্যাই তো শেষ নয়।”
\এবার তিনি ধূর্ত চটুল একটু হাসি হাসলেন।
Sarakhon Report 



















