১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সাঙ্গু নদী: বান্দরবানের হৃদয়ে পাহাড়, নদী আর জীবনের ছন্দ একটি বিষয় এখনও জেন- জি দের জন্য ম্যানুয়ালি আছে জাপানে ভালুকের হামলা থামছে না, নীতিতে ‘নিরাপত্তা–সংরক্ষণ’ সমন্বয়ের ভাবনা” নোরা ফাতেহি তার নতুন গান শেয়ার করলেন, শুরু হলো তার পপ গার্ল যুগ ব্ল্যাক ফ্রাইডের আগেই এম৪ ম্যাকবুক এয়ারে রেকর্ড ছাড় বিশ্বের সেরা ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের ফাকিহ হাসপাতাল সংখ্যালঘু কলেজছাত্রী শমরিয়া রানী নিখোঁজের ১৫ দিন: পরিবার ও মানবাধিকার কর্মীদের রহস্যজনক আচরণের অভিযোগ তারকাখচিত রক অ্যান্ড রোল হল অব ফেম ২০২৫, একযোগে ডিসনি প্লাসে সম্প্রচার  গুগল প্লে ও ইউটিউবের নতুন কেনা সিনেমা আর পড়বে না মুভিজ অ্যানিওয়্যারে সাহিত্য প্রচারে শারজাহের ভূমিকা: সংস্কৃতি ও জ্ঞানের সেতুবন্ধন

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৭)

  • Sarakhon Report
  • ১০:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 65

প্রদীপ কুমার মজুমদার

বর্ণমালার উৎপত্তি প্রথম কোথায় এবং তা কতকাল পূর্বে হয়েছে সে সম্পর্কে ঐতিহাসিকরা কোন স্থির সিদ্ধান্তে আসতে পারেন নি। কেউ বলেন বর্ণমালা ফিনিসীয় জাতির আবিষ্কার। আবার কেউ বলেন মিশর দেশ বর্ণমালা প্রথম আবিষ্কার করেছে। মিশর দেশ বর্ণমালার আবিষ্কর্তা এ কথা গ্রীক দার্শনিক প্লেটো, ঐতিহাসিক প্লুটার্ক ও টাসিটার্স বলেছেন। অনেক ইতিহাসবেত্তা মনে করেন যে খ্রীষ্টপূর্ব ১৯০০তে আব্রাহাম মিশর থেকে ইস্রায়েলে যান। মিশরীয় বর্ণমালা সেই সময় থেকে ইস্রায়েলে চলতে থাকে।

আবার অনেকে মনে করেন যে ২০৫০ খ্রীষ্টপূর্বাব্দে সেমেটিক জাতি মিশর জয় করার ফলে বহু জ্ঞানী গুণীরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন, এবং ফলে মিশরীয় বর্ণমালা তখন থেকে নানা দেশে চালু হয়। ফিনিসীয়রা এই বর্ণমালা কিছুটা উন্নতি করে তাঁদের মধ্যে চালু করেন। আবার বহু পণ্ডিত ক্রীট দ্বীপকে, আবার কেউ ব্যাবিলনদেশকে বর্ণমালার আদিভূমি বলে মনে করেন। বহু পণ্ডিত ভারতবর্ষকে বর্ণমালার আদি ক্ষেত্র বলে বর্ণনা করেন। তবে এ মতের সমর্থক খুব বেশী নয়।

ভারতীয় বর্ণমালা সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিতদের নানা মত। জেমস প্রিন্সেপ, অটফ্রায়েড মূলার, এম সেনার্ট ও এম জোসেফ হ্যালেভি প্রমুখ পণ্ডিতবর্গ মনে করেন যে ভারতীয় বর্ণমালা গ্রীক বর্ণমালার আদর্শে রচিত। সস্তার উইলিয়ম জোন্স, লেপসিয়স, বেনিন্দ, পট, ওয়েষ্টারগার্ড, বুলার, মাক্সমুলার, ফ্রেডারিক মূলার, সেস, হুইটনি এবং লেনারমট প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতেরা মনে করেন ভারতীয় বর্ণমালা সেমেটিক বর্ণ- মালার সন্ততি।

ডক্টর ডিকি. মনে করেন দক্ষিণ সেমেটিক বর্ণমালা থেকে ভারতীয় বর্ণমালা উদ্ভূত। ডক্টর বার্ণেল মনে করেন ভারতীয় বর্ণমালা আরামেন বর্ণমালা থেকে উদ্ভূত। ডক্টর টেলার মনে করেন ফিনিসীয় বর্ণমালা থেকে সরাসরি ভারতীয় বর্ণমালা উদ্ভূত হয় নি।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৬)

https://sarakhon.com/s/46341/

 

জনপ্রিয় সংবাদ

সাঙ্গু নদী: বান্দরবানের হৃদয়ে পাহাড়, নদী আর জীবনের ছন্দ

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৭)

১০:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

প্রদীপ কুমার মজুমদার

বর্ণমালার উৎপত্তি প্রথম কোথায় এবং তা কতকাল পূর্বে হয়েছে সে সম্পর্কে ঐতিহাসিকরা কোন স্থির সিদ্ধান্তে আসতে পারেন নি। কেউ বলেন বর্ণমালা ফিনিসীয় জাতির আবিষ্কার। আবার কেউ বলেন মিশর দেশ বর্ণমালা প্রথম আবিষ্কার করেছে। মিশর দেশ বর্ণমালার আবিষ্কর্তা এ কথা গ্রীক দার্শনিক প্লেটো, ঐতিহাসিক প্লুটার্ক ও টাসিটার্স বলেছেন। অনেক ইতিহাসবেত্তা মনে করেন যে খ্রীষ্টপূর্ব ১৯০০তে আব্রাহাম মিশর থেকে ইস্রায়েলে যান। মিশরীয় বর্ণমালা সেই সময় থেকে ইস্রায়েলে চলতে থাকে।

আবার অনেকে মনে করেন যে ২০৫০ খ্রীষ্টপূর্বাব্দে সেমেটিক জাতি মিশর জয় করার ফলে বহু জ্ঞানী গুণীরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন, এবং ফলে মিশরীয় বর্ণমালা তখন থেকে নানা দেশে চালু হয়। ফিনিসীয়রা এই বর্ণমালা কিছুটা উন্নতি করে তাঁদের মধ্যে চালু করেন। আবার বহু পণ্ডিত ক্রীট দ্বীপকে, আবার কেউ ব্যাবিলনদেশকে বর্ণমালার আদিভূমি বলে মনে করেন। বহু পণ্ডিত ভারতবর্ষকে বর্ণমালার আদি ক্ষেত্র বলে বর্ণনা করেন। তবে এ মতের সমর্থক খুব বেশী নয়।

ভারতীয় বর্ণমালা সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিতদের নানা মত। জেমস প্রিন্সেপ, অটফ্রায়েড মূলার, এম সেনার্ট ও এম জোসেফ হ্যালেভি প্রমুখ পণ্ডিতবর্গ মনে করেন যে ভারতীয় বর্ণমালা গ্রীক বর্ণমালার আদর্শে রচিত। সস্তার উইলিয়ম জোন্স, লেপসিয়স, বেনিন্দ, পট, ওয়েষ্টারগার্ড, বুলার, মাক্সমুলার, ফ্রেডারিক মূলার, সেস, হুইটনি এবং লেনারমট প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতেরা মনে করেন ভারতীয় বর্ণমালা সেমেটিক বর্ণ- মালার সন্ততি।

ডক্টর ডিকি. মনে করেন দক্ষিণ সেমেটিক বর্ণমালা থেকে ভারতীয় বর্ণমালা উদ্ভূত। ডক্টর বার্ণেল মনে করেন ভারতীয় বর্ণমালা আরামেন বর্ণমালা থেকে উদ্ভূত। ডক্টর টেলার মনে করেন ফিনিসীয় বর্ণমালা থেকে সরাসরি ভারতীয় বর্ণমালা উদ্ভূত হয় নি।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৬)

https://sarakhon.com/s/46341/