ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার একটি বাসভবন সুধাসদনেও হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের দুইটি সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে, হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের দুইটি তলায় আগুন জ্বলছে।
ঢাকায় শেখ হাসিনার একটি বাসভবন সুধাসদন
সেখান থেকে হামলা করে বিক্ষুব্ধ লোকজন চলে গেছে বলে জানিয়েছে একটি সূত্র।
“এত উত্তেজিত লোকজনের মধ্যে পুলিশ কী করতে পারে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য।
এর আগে রাত আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত নয়টার দিকে অনলাইনে দেয়া এক বক্তৃতায় ধানমন্ডি ৩২ নম্বরের পাশাপাশি সুধাসদনে হামলারও নিন্দা জানান শেখ হাসিনা।
বিবিসি নিউজ বাংলা