সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
তবে কাদের নেতৃত্বে এই হামলা হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, “এখনও সময় বেশি পার হয় নাই। কয়েকজনের সাথে কথা বলছি, তারা না বলে। বিষয়টি তদন্তের বিষয়। কে করছে, তা আদতে পরিষ্কার না।”
স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বললে তারা স্থানীয়দের বরাতে বলেন যে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। সে বিষয়ে পুলিশ কিছু জানে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, “না।”
“ওখানে একজন কেয়ারটেকার ছিল। তাকে জিজ্ঞেস করছিলাম। সে বলছে হৈ-হুল্লোড় শুনে সে পালায়ে চলে গেছে। সে না কি দেখে নাই,” বলছিলেন মি. দেওয়ান।
“শুনেছি ৩০-৩৫ জনের কথা শুনেছি, মনে হয় হামলাকারী আরও বেশি ছিল। কেউ কেউ বলে ৫০ জন,” যোগ করেন তিনি।
এই ঘটনায় রাতেই সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন বিবিসি বাংলাকে জানান, “সমন্বয়করা বলছে, এই কাজ তাদের নয়। গতকাল বেগমগঞ্জে তাদের কোনও কর্মসূচি ছিল না, শুধু ওবায়দুল কাদের বাড়িতে ছিল।”
“তারা বলছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য অন্য কেউ রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা করেছে। হামলার সময় সেখানে কেউ ছিল না। পরে আমরা খবর পেয়ে রাতের অন্ধকারে গিয়ে ছবি-টবি তুলি।”
বিবিসি নিউজ বাংলা