প্রদীপ কুমার মজুমদার
দেখা যাক “য” এর মান কত? “৫” বোধিত অঙ্ক ও “ম” বোধিত অঙ্ক একত্রে ব বোধিত অঙ্কের সমান। সেইহেতু য-৩০ কিন্তু অসম্পৃক্ত য=৩। এ সম্পর্কে একাদশ খ্রীষ্টাব্দের অন্যতম বিশিষ্ট টীকাকার সূর্যদেব যজ্জা বলেছেন-
বর্গস্থানাপেক্ষয়া ত্রিংশৎসখ্যো ম কারা, স্বস্থানাপেক্ষয়া ত্রিসংখ্যোঃ। এবং য কারস্থ। ত্রিত্বাবিধানাং তছত্তরেযাং রেফাদীনাং তু চতুরাদিসংখছং সিন্ধং।”
অর্থাৎ বর্গস্থানাপেক্ষয়া য-কার ৩০ সংখ্যা খ্যাপন করে। কিন্তু স্বস্থানে ৩ সংখ্যা খ্যাপন করে। এইভাবে য-কার ৩ বলে নির্দ্ধারিত হয়েছে। এইভাবে র, কার ৪ নির্দ্ধারিত হয়েছে। অভাব্যগুলিও এই সূত্রানুযায়ী সিদ্ধ হবে। বিখ্যাত টীকাকার পরমেশ্বর এ সম্পর্কে সুন্দর টীকা দিয়েছেন। যাই হোক উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি:
ম-২৫, মি-২৫০০, মু- ২৫০০০০, যি-৩০০০, ঘৃ-৩০০০০, শ্যুম- ৪৩২০,০০০, খিদাভ-৩৬৪২২৪, ক্রিলা-১০৫০, বফিনচ- ২৩২২২৬
(চলবে)