নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের সামরিক সরকারের ইতোমধ্যে সব থেকে বেশি এলাকা হাতছাড়া হয়েছে সান প্রদেশের। সান প্রদেশকে অনেকে এখন মোটামুটি স্বাধীন একটি রাজ্য বলেই ধরে নিয়েছে।
এমনটি জানাচ্ছে কাচিন সীমান্ত থেকে একজন কারেন নাগরিক। তিনি বলছেন, থাইল্যান্ড সীমান্ত দিয়ে ঢোকার জন্যে বহু মিয়ানমার নাগরিক এখন সীমান্তে অবস্থান নিয়েছে। এবং কারেণ সেনাবাহিনী আবার জোরদারভাবে অস্ত্র ধরেছে শুধু নয়, একের পর এক এলাকা মুক্ত করে চলেছে।

এছাড়া এ মুহূর্তে বাংলাদেশ সীমান্তে বড় কোন যুদ্ধের খবর না পাওয়া গেলেও , আরকান আর্মি’র সঙ্গে যোগাযোগ রক্ষাকারীরা জানাচ্ছে প্রতিদিনই তাদের বিজয় এগিয়ে চলেছে।
তবে অন্য একটি সূত্র জানাচ্ছে , কোন একটি অজানা কারণে আরকান আর্মির অস্ত্র সরবরাহ কমে গেছে। এটা তাদেরকে অস্ত্র সরবরাহকারী কোন দেশের ওপর অন্য কোন দেশের প্রভাব কিনা তা অবশ্য ওই সূত্র নিশ্চিত নয়।
Sarakhon Report 



















